Key Highlights
২০২২ সালের প্রথম থেকেই একাধিক ট্রেনে কমতে চলেছে ভাড়া (Train Fare)। কোন কোন ট্রেনে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে, তা জেনে নেওয়া যাক।
দেশে করোনাকালীন মহামারীর সময়ে ভারতীয় রেলের বিপুল ক্ষতি হয়েছে। ফলে যাত্রীদের পকেটের উপরও চাপ বেড়েছে। তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এবার গাড়িকে ট্র্যাকে ফেরাতে সচেষ্ট হয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষও। আর সেই কারণেই নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ।
দীর্ঘপ্রায় ১৯ মাস পরে করোনা ভীতি কাটিয়ে রেল কর্তৃপক্ষ-এর তরফে জানানো হয়েছে মোট ১৮টি ট্রেনে আনরিজার্ভড টিকিট ব্যবস্থা ফিরিয়ে আনবে ভারতীয় রেল। অর্থাৎ ১৮ টি ট্রেনে ফিরছে জেনারেল কোচ। অর্থাৎ কোনও ব্যক্তি চাইলে এবার কম টাকাতেই এই ট্রেনগুলিতে যাত্রা করতে পারবেন।
যে সকল ট্রেনে এই সুবিধা ফিরছে সেগুলি হল:
- 5054-5053 লখনউ -ছাপড়া-লখনউ এক্সপ্রেস
- 5113-5114 গোমতীনগর-ছাপড়া কাছাড়ি - গোমতীনগর
- 5105-5106 ছাপড়া - নৌতনওয়া - ছাপড়া এক্সপ্রেস
- 5083-5084 ফারুকাবাদ - ছাপড়া - ফারুকাবাদ
এই জেনারেল টিকিট ব্যবস্থা পুনরায় চালু হবার ফলে একদিকে যেমন সাধারণ মানুষের লাভ হবে, তেমনই একই সঙ্গে রেলেরও আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে রেলওয়ে মন্ত্রকের তরফে করোনা বিধি মেনে চলতে বলা হয়েছে।