Farakka | ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডের ৬০ দিনের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্তরা! আগামীকাল ঘোষণা করা হবে সাজা

Thursday, December 12 2024, 12:30 pm
highlightKey Highlights

গত ১২ অক্টোবর মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে।


ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডের ৬০ দিনের মাথায় দোষী সাব্যস্ত করলো আদালত। গত ১২ অক্টোবর মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগ ওঠে দীনবন্ধু হালদার (৩৫) এবং শুভজিৎ হালদারের (২৩) বিরুদ্ধে। এরপর তদন্তে নেমে এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File