বিজ্ঞান ও প্রযুক্তি

পেপ্যাল সম্পর্কীয় যাবতীয় তথ্য | All necessary information regarding PayPal

পেপ্যাল সম্পর্কীয় যাবতীয় তথ্য | All necessary information regarding PayPal
Key Highlights

পেপ্যাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান যারা অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মাধ্যমে করার ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। অনলাইন স্থানান্তরের এই পদ্ধতি গতানুগতিক অর্থের লেনদেনের পদ্ধতি যেমন চেক বা মানি অর্ডারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

ভূমিকা | Introduction of PayPal

একবিংশ শতাব্দীর অত্যাধুনিক প্রযুক্তির যুগে ইন্টারনেট জগতে অনলাইন পেমেন্টের সুবিধা সম্পর্কে আমরা প্রায় সবাই ওয়াকিবহাল।  Internet Banking, UPI, Paytm Wallet  প্রভৃতি অনলাইন পেমেন্টের মাধ্যমের মধ্যে অন্যতম হল  PayPal । এটি একটি আমেরিকান সংস্থা, যা দীর্ঘকাল ধরে বিশ্বজুড়ে অনলাইন পেমেন্টস পরিষেবা সরবরাহ করে আসছে।অনেক কম মানুষ ই হয়তো অবগত হবেন যে পেপাল হল উপস্থিত বিভিন্ন অনলাইন পেমেন্ট পরিষেবার মধ্যে সব থেকে বড়ো এবং সমস্ত দেশেই এই পরিষেবাটি প্রযোজ্য ।

পেপ্যাল কী | What is PayPal

পেপ্যাল  একটি ই-কমার্স প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠানটি মূলত অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মধ্য দিয়ে করার ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে। অর্থ স্থানান্তরের এই আনলাইন পদ্ধতি গতানুগতিক পদ্ধতি যেমন চেক বা মানি অর্ডারের বিকল্প হিসেবে বর্তমান যুগে ব্যাপক আকারে ব্যবহৃত হয়ে থাকে।এক কথায় বলা যেতে পারে যে পেপ্যাল ​​একটি অনলাইন ব্যাঙ্কের মতো এবং যদি গ্রাহকের কাছে পেপাল একাউন্ট থাকে, তাহলে তিনি সারা পৃথিবীতে তাৎক্ষণিকভাবে অর্থ প্রেরণ বা গ্রহণ করতে পারেন। 

পেপ্যাল সারা বিশ্বে সমাদৃত | PayPal is appreciated all over the world

২০০২ খ্রিষ্টাব্দের ৩রা অক্টোবর পেপ্যাল বৃহৎ নিলাম সাইট 'ই-বে'র' অঙ্গপ্রতিষ্টান রূপে মালিকানা পরিবর্তন করে থাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার, সান জোসে, পেপ্যালের প্রধান শাখা অফিস যা ই-বের নর্থ ফার্স্ট স্ট্রীট স্যাটেলাইট অফিসে অবস্থিত আছে। তাছাড়াও পেপ্যাল প্রতিষ্টানের কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড রয়েছে নেব্রাস্কার ওমাহা ; আরিজোনার স্কটডেল; এবং অস্টিন টেক্সাস যুক্তরাষ্ট্রের. মধ্যে॥ এছাড়াও রয়েছে চেন্নাই, ডাবলিন, ক্লিয়েনম্যাকনো (বার্লিনের নিকটে) এবং তেল আভিভে। জুলাই ২০০৭ পর্যন্ত, সমগ্র ইউরোপে পেপ্যাল একটি লুক্সেমবুর্গ-ভিত্তিক ব্যাঙ্ক হিসেবে পরিচালিত হয়ে থাকে।

পেপ্যাল অ্যাকাউন্ট কেন খুলবেন | Why open a PayPal account?

  • যদি গ্রাহক অনলাইন অর্থ উপার্জন করতে ইচ্ছুক হন বা যদি তিনি ভারতে একটি অনলাইন ব্যবসা শুরু করতে চান বা যদি তিনি একটি ফ্রিল্যান্সার হিসাবে কর্মরত হন তবে সবথেকে যা প্রয়োজন, সেই গুরুত্বপূর্ণ জিনিসটি হল পেপ্যাল ​​অ্যাকাউন্ট।যদি গ্রাহকের একটি অনলাইন ব্যবসা থাকে এবং তিনি অনলাইনে নিজের পণ্যগুলি বিক্রি করতে চান তবে ক্রেডিট কার্ড বা পেপ্যাল ​​একাউন্টের মাধ্যমে তিনি অতি সহজেই নিজের গ্রাহকদের কাছ পেমেন্ট পেতে পারেন।
  • অধিকাংশ কোম্পানি আপনার পেপ্যাল ​​বা পেজা অ্যাকাউন্টে আপনার উপার্জন পাঠাতে পছন্দ করে থাকে।
  • অন্যান্য পেমেন্টের মাধ্যম বা গেটওয়ে থাকা সত্ত্বেও পেপ্যাল ​​সারা বিশ্বে সবচেয়ে সুবিধাজনক এবং পছন্দসই উপায়। বিদেশি লেনদেন করার জন্য এটি সর্বোৎকৃষ্ট মাধ্যম ।
  • পেপ্যাল ​​খুব নিরাপদ ; তাই গ্রাহকের নিজের টাকা সম্পর্কে চিন্তা করতে হয় না। এটি SSL (সিকিউর সকেট লেয়ার) এর মাধ্যমে নিরাপত্তা প্রদান করে থাকে। যে গ্রাহকের পেপ্যাল অ্যাকাউন্ট আছে তাঁর বিবরণ এনক্রিপ্ট আকারে ইন্টারনেটে স্থানান্তরিত করা হয় যার ফলে হ্যাকারের পক্ষে অ্যাকাউন্ট হ্যাক করা একপ্রকারে অসম্ভব হয়ে যায়।
  • গ্রাহক একটি পেপ্যাল ​​অ্যাকাউন্ট থেকে অন্য একটি পেপ্যাল ​​অ্যাকাউন্ট এ অর্থ খুব সহজে ও দ্রুত পাঠাতেও গ্রহণ করত পারেন।
  • পেপাল একাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডের ডিটেলস শেয়ার না করেই পেপালের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন। এর ফলে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড সুরক্ষিত থাকবে।
  • বিদেশ থেকে কোন সামগ্রী ক্রয় করতে চাইলে পেপালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কারণ এটা সমস্ত দেশেই সমাদৃত এবং এটি অতি নির্ভরশীল এবং পুরানো ট্রাস্টেড কম্পানি।
  • কোন রকম ব্যাঙ্ক ডিটেলস না শেয়ার করেই আপনি দেশি এবং বিদেশি অর্থ লেনদেন করতে পারবেন।
  • পেপ্যাল অ্যাপ্লিকেশনটি গ্রাহক তাঁর নিজের মোবাইল বা কম্পিউটারের সাহায্যেও ব্যবহার করতে পারেন ।এর জন্য গ্রাহককে পেপল ওয়েবসাইট এ গিয়ে নিজেকে নথিভুক্ত করতে হবে। 
  • পেপ্যালে প্রায় ১০০ মিলিয়ন অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে, যেটি প্রায় ১৯০ টি দেশের লোকদের প্রথম পছন্দ। এই পরিষেবাটি সারা বিশ্বে প্রায় ২০২ টি দেশে উপলব্ধ যা ২৫ টি মুদ্রাকে সমর্থন করার ক্ষমতা রাখে।

পেপ্যালের অ্যাকাউন্ট এর রকমফের | Types of PayPal account

গ্রাহক যদি পেপালের সহায়তায় নিজের ব্যবসাটি বাড়িয়ে তুলতে চান তবে ব্যবসায়ের অ্যাকাউন্টটি আপনার পক্ষে সঠিক হবে। নিম্নে উল্লিখিত হল পেপ্যালের দু ধরনের অ্যাকাউন্টের বিশেষত্ব ; জেনে নেওয়া যাক ব্যবসায়িক এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট সম্পর্কে বিষদভাবে:

ব্যক্তিগত বা পার্সোনাল অ্যাকাউন্ট | Personal Account

পেপ্যালের এই অ্যাকাউন্টটির নামানুসারে , ব্যক্তিগত অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত কাজের জন্যই মূলত ব্যবহার করা যেতে পারে। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের কাছে কেবলমাত্র পাঁচটি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যুক্ত করার অনুমতি রয়েছে। এছাড়াও, এতে মাসিক লেনদেনের নির্দিষ্ট সীমা নির্ধারিত করা থাকে যাতে গ্রাহক এই নির্ধারিত সীমারেখার বাইরে গিয়ে লেনদেন করতে না পারেন।

ব্যবসা সংক্রান্ত বা বিজনেস অ্যাকাউন্ট | Business Account

বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহক নিজের অ্যাকাউন্টে উচ্চ পরিমাণের লেনদেনও করতে পারেন, যাতে তিনি তাঁর ই-বাণিজ্যটি নিজের অ্যাকাউন্টে সংযুক্ত করেও অর্থ সংগ্রহ করতে সক্ষম হন । এরূপ বিজনেস অ্যাকাউন্টের গ্রাহক প্রিমিয়ার অ্যাকাউন্টের সুবিধা নিতে পারেন। এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে গ্রাহককে পেপালের মূল বৈশিষ্ট্যগুলিতে অ্যাক্সেস দেওয়া হয়েছে। গ্রাহক এই অ্যাকাউন্টে সীমাহীন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড যুক্ত করতে পারেন।

পেপ্যাল অ্যাকাউন্ট করতে কি কি প্রয়োজন | What are the requirements for PayPal account?

পেপ্যালের একাউন্ট খুলতে গেলে যে কোনো ব্যাঙ্ক একাউন্টের ইলেকট্রনিক ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন। পেপ্যালের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গ্রাহক পেপ্যাল কর্তৃপক্ষের কাছে চেকের জন্য আবেদন করতে পারেন, বা নিজের পেপ্যাল একাউন্টের মাধ্যমে খরচ করতে পারেন । এছাড়াও তিনি তাঁর পেপ্যাল একাউন্টের সাথে সংযুক্ত ব্যাঙ্ক একাউন্টে অর্থ জমা করতে পারেন।

নতুন গ্রাহক যারা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে চান তাঁদের ক্ষেত্রে বেশ কিছু পারসোনাল তথ্য সংগ্রহ করা হয়ে থাকে যার বিবরণ নিচে দেওয়া হলো।

  • Bank Account
  • PAN Card
  • Credit Card Or Debit Card
  • Email 
  • Phone Number 

পেপাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন | How to create a PayPal account?

  1. পদক্ষেপ 1:  গ্রাহক যদি পেপাল একোউন্ট তৈরি করতে চান তাহলে প্রথমে  তাকে paypal.com গিয়ে SIGNUP করতে হবে।
  2. পদক্ষেপ 2: Singup হয়ে গেলে গ্রাহককে তাঁর Debit Card বা Credit Card এর লিংক করতে বলা হবে। তবে এটি সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছা অনুযায়ী নির্ভর করছে; যদি তিনি Debit Card বা Credit Card এর লিংক না করেন তাহলে Skip করে দিতে পারেন।
  3. পদক্ষেপ 3: গ্রাহকের এবারে নিজের Profile এ গিয়ে নিজের Email ID আর মোবাইল নাম্বার যাচাই করে নিতে হবে। 
  4. পদক্ষেপ 4: তারপর নোটিফিকেশন এ ক্লিক করে KYC করে নিতে হবে নিজের ডকুমেন্ট অনুযায়ী যেমন PAN CARD,আধার কার্ড ইত্যাদি। 
  5. পদক্ষেপ 5: এরপর Add Bank Account এ ক্লিক করে নিজের Bank এর যাবতীয় তথ্য দিতে হবে যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকের নাম । তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে যে KYC করার সময় যার প্যান কার্ড নম্বর টি দেওয়া হয়েছে তার ই ব্যাঙ্ক একোউন্ট নম্বর দেওয়া বাঞ্ছনীয়। প্রসঙ্গত উল্লেখ্য যে ৩ থেকে ৫ দিনের মধ্যেই গ্রাহকের ব্যাংক একোউন্টে দুটি ডেপসিট হবে পেপাল থেকে। এটি গ্রাহককে সবিশেষ খেয়াল রাখতে হবে। 
  6. পদক্ষেপ 6: ব্যাংক একোউন্টে দুটি অর্থমূল্য ঢুকবে যা ব্যাংক এর পাসবুক এ আপডেট করতে হবে এবং তা যাচাই করার পর paypal গিয়ে login করে নিশ্চিতকরণ করতে হবে।
  7. নিশ্চিতকরণ হয়ে গেলে গ্রাহকের পেপ্যাল অ্যাকাউন্ট প্রস্তুত হয়ে যাবে লেনদেন করার জন্য।

পেটিএম ও পেপালের মধ্যে কি পার্থক্য | Difference between PayPal & Paytm

পেটিএম কেবলমাত্র ভারতে চালিত হয় তবে পেপাল সারা বিশ্ব জুড়ে চলে।

পেটিএম বিনামূল্যে ব্যবহার করা যায় তবে পেপাল গ্রাহকের থেকে লেনদেনের জন্য কিছু চার্জ নিয়ে থাকে।

পেপ্যালের শর্তাবলী | Terms & Conditions of PayPal

অনলাইন বিক্রেতাদের জন্য পেপ্যাল অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে, এছাড়াও বিভিন্ন অনলাইন, নিলামের ওয়বসাইট, এবং অন্যান্য বাণিজ্যিক ওয়েবসাইটগুলি ও পেপ্যালের সেবা গ্রহণ করে যার জন্য পেপ্যাল ফী বা খরচ নিয়ে থাকে। এটি অর্থ গ্রহণের জন্যেও ফী ধার্য করে থাকে যা মোট গৃহীত অর্থের সমানুপাতিক । এই ফী বা খরচ সাধারণত নির্ভর করে কোন দেশের মূদ্রা ব্যবহৃত হচ্ছে, কিভাবে অর্থের লেনদেন হচ্ছে, প্রেরক ও প্রাপকের কোন দেশের বাসিন্দা , প্রেরিত অর্থের পরিমাণ ও প্রাপকের একাউন্টের ধরনের ওপরে।এছাড়াও, ইবে ওয়েবসাইট থেকে পেপ্যালের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্রয় বিক্রয় করলে পেপ্যাল আলাদা অর্থ ধার্য করতে পারে যদি ক্রেতা ও বিক্রেতা ভিন্ন মূদ্রা ব্যবহার করে থাকে।

পেপাল ​​এর অসুবিধা | Disadvantages of PayPal

আমরা ভারতীয় মানুষ বিনামূল্যে জিনিস পছন্দ করি, এজন্য অনেক গ্রাহকই পেপাল পছন্দ করেন না, কারণ পেপাল বিনামূল্যে পরিষেবা দেয় না । তাছাড়া যদি কোনো ব্যক্তি গ্রাহকের বিরুদ্ধে বিবাদ দায়ের করে থাকেন তবে গ্রাহকের অ্যাকাউন্টটি কোনও সময় ছাড়াই পরিদর্শন করার উদ্দেশ্যে ফ্রিজ করে দেওয়া হয়ে থাকে। 

পরিশিষ্ট | Conclusion of PayPal

পেপাল  হল অনলাইনে টাকা লেন দেন করার একটি অন্যতম সুরক্ষিত মাধ্যম।

এটি সবথেকে পুরনো এবং ভরসা যোগ্য অনলাইন পেমেন্ট সার্ভিস । গ্রাহকরা খুব সহজেই পেপ্যাল ব্যবহার করে দেশ এবং বিদেশের যেকোন জায়গায় সহজে পেমেন্ট এবং রিসিভ করে থাকেন। এই অ্যাপ্লিকেশনটি এখন সর্বব্যাপী জনপ্রিয়তায় শিখরে। বর্তমানকালে প্রায় ১৯০ টা দেশে ১ মিলিয়নেরও বেশি মানুষ পেপল ব্যবহার করে থাকেন । এই পরিসংখ্যান দেখে অতি সহজেই অনুমান করা যায় যে পেপল কতটা ভরসা যোগ্য।

hngff

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

পেপ্যাল বলতে কী বোঝো?

পেপ্যাল হল একটি অনলাইন টাকা ট্রান্সফার করার মাধ্যম যা প্রধানত বিদেশী মুদ্রা কে নিজস্ব দেশের টাকায় রূপান্তর করে ব্যাঙ্কে ট্রান্সফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

পেপ্যাল এর প্রধান শাখাটি কোথায় অবস্থিত?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার, সান জোসে, পেপ্যালের প্রধান শাখা অফিস যা ই-বের নর্থ ফার্স্ট স্ট্রীট স্যাটেলাইট অফিসে অবস্থিত আছে।

স্টিফান অ্যাকাউন্ট খুলতর জন্য কী কী নথি প্রয়োজনীয়?

#Bank Account  #PAN Card #Credit Card Or Debit Card #Email  #Phone Number

পেটিএম ও পেপালের মধ্যে কি পার্থক্য ?

পেটিএম কেবলমাত্র ভারতে চালিত হয় তবে পেপাল সারা বিশ্ব জুড়ে চলে।

পেপালের মারফত ক'টি অ্যাকাউন্ট খোলা যায়?

দুটি অ্যাকাউন্ট ;যথাক্রমে বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট।


Earthen Pot | গরমে ফ্রিজের জল না খেয়ে মাটির কলসিতে রাখা জল খান! শরীর ঠান্ডা হওয়ার সঙ্গে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতাও!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
Kesarbai Kerkar | ভিনগ্রহীদের জন্য বেজে চলেছে ভারতীয় গান! মহাকাশে না গিয়েও এখনও ছাপ রয়েছে কেশরবাঈ কেরকারের!
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla