LPG Cylinder | মাসের শুরুতেই সুখবর, কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত কমল দাম?
Sunday, June 1 2025, 4:35 am
Key Highlightsদুমাসে দ্বিতীয়বার কমল রান্নার গ্যাসের দাম। জুনের শুরুতে রবিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ২৪ টাকা।
দুমাসে দ্বিতীয়বার কমল রান্নার গ্যাসের দাম। জুনের শুরুতে রবিবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ২৪ টাকা। প্রায় সাড়ে ২৫ টাকা দাম কমেছে কলকাতায়। ফলে এমাসে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৮২৬ টাকা। তবে বাড়িতে ব্যবহৃত ৪ কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি। সিলিন্ডার পিছু ৮৭৯ টাকা গুনতে হবে ক্রেতাদের। অন্যদিকে রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১৭২৩ টাকা ৫০ পয়সা, মুম্বাইতে ১৬৭৪ টাকা ৫০ পয়সা, চেন্নাইতে দাম হল ১৮৮১ টাকা।
- Related topics -
- দেশ
- এলপিজি
- গ্যাস সিলিন্ডার
- গ্যাস বুকিং
- রান্নার গ্যাস
- বাজারদর
- শহর কলকাতা

