Bangladesh | বাংলাদেশে বদলালো নোট, নোট থেকে সরানো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি
Sunday, June 1 2025, 5:47 pm
 Key Highlights
Key Highlightsবলা হয়েছিল বাংলাদেশের নতুন ব্যাঙ্কনোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। সেই মতোই হলো পদক্ষেপ।
আগেই ঘোষণা করা হয়েছিল, এবার কার্যকর করা হলো। ওপার বাংলায় পরিবর্তন করা হলো ব্যাঙ্কনোট। এতদিন বাংলাদেশের ব্যাঙ্কনোটে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। ১ জুন, রবিবার থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে নতুন ব্যাঙ্কনোট ইস্যু করা শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন ব্যাঙ্কনোটে সে দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নানা সৌধের ছবি জায়গা পাবে। ব্যাঙ্কনোটে থাকবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতিসৌধের ছবি, জয়নুল আবেদিনের শিল্পকর্ম, বাংলাদেশে থাকা হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ছবি।

 
 