Gujarat | আচমকা ইস্তফা মুখ্যমন্ত্রী বাদে গোটা মন্ত্রিসভার! মোদী-ভূমি গুজরাটে তবে কি পালাবদল?

Thursday, October 16 2025, 1:19 pm
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া গুজরাটের মন্ত্রিসভার বাকি সবাই ইস্তফা দিলেন। গুজরাটের ক্যাবিনেট নতুন করে তৈরির করার কথা রয়েছে।


আচমকা ইস্তফা দিয়ে দিল গুজরাট সরকারের গোটা মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। সবকয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা যাচ্ছে, আজ রাতে পদত্যাগপত্র জমা দেবেন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, গুজরাটের মন্ত্রিসভা বড় হওয়ার কথা রয়েছে। বর্তমানে রাজ্যে মন্ত্রীর সংখ্যা ১৬। এই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হবে। ১০টি নতুন মন্ত্রী পাবে মোদিরাজ্য। আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হবে নতুন ক্যাবিনেটের শপথগ্রহণ অনুষ্ঠান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File