বিনোদন

হলিউডে পা আলিয়ার, অভিনয় করবেন গ্যাল ও জেমির সঙ্গে!

হলিউডে পা আলিয়ার, অভিনয় করবেন গ্যাল ও জেমির সঙ্গে!
Key Highlights

হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ (The Heart of Stone) ছবিতে কাজ করবেন আলিয়া। তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান।

পরপর দু’টি অসফল ছবির পর আলিয়ার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’  (Gangubai Kathiawadi) বক্স অফিসে প্রায় ১০০ কোটি ছুঁইছুঁই। এ বার বলিউড পেরিয়ে হলিউডেও নিজের ছাপ রাখতে চললেন মহেশ-কন্যা আলিয়া ভাট (Alia Bhatt) । পেশাগত জীবনের সেরা সময় দেখছেন আলিয়া।

হলিউডের ‘দ্য হার্ট অব স্টোন’ ছবিতে কাজ করবেন আলিয়া। এটি তাঁর হলিউডে ডেবিউ সিনেমা। হাতেখড়িতে তাঁর সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট (Gal Gadot) এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান (Jamie Dornan )।

গোয়েন্দা ঘরানার ছবি ‘দ্য হার্ট অব স্টোন’ পরিচালনা করবেন টম হার্পার। নেটফ্লিক্স এবং স্কাইড্যান্সের ছাতার নীচে তৈরি হতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি। নেটফ্লিক্সের তরফে প্রথম জানানো হয় ভারতীয় অভিনেত্রীর হলিউড পাড়ির কথা। আলিয়া নিজেও ইনস্টাগ্রামের মাধ্যমে এই নতুন ধাপের খবর দিয়েছেন অনুরাগীদের।

বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার পরে এবার আলিয়া ভাট কাজ করার ডাক পেয়েছেন বিদেশে। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে রীতিমতন দাপিয়ে কাজ করছেন। এ ছাড়াও ঐশ্বর্যা রাই বচ্চন, অনিল কপূরের মতো ভারতীয় তারকারাও বিদেশের ছবিতে কাজ করার ডাক পেয়েছে একাধিক বার। সময়ের সঙ্গে যে সেই তালিকা আরও দীর্ঘ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।