আন্তর্জাতিক নারী দিবসে গুগলের দুর্দান্ত ডুডল দিচ্ছে সব শ্রেণির নারীকে সম্মান | International Women's Day 2022
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ গুগল ডুডল চালু করছে Google এবং সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাও তুলে ধরা হয়েছে এই ডুডলে।
আজ ৮ই মার্চ,আন্তর্জাতিক নারী দিবস। আজকের দিনটিতে গুগল ডুডল (Google Doodle) নারীদের উদ্দেশ্যে এক বিশেষ ডুডল আপলোড করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট। আজকের বিশেষ Doodle-এ বিশেষ একটি অ্যানিমেটেড ভিডিয়ো দেওয়া হয়েছে। সেই ভিডিওয় দেখানো হয়েছে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছেন মহিলারা; গৃহস্থলির কাজকর্ম থেকে শুরু করে বৈজ্ঞানিক ইত্যাদি সব ক্ষেত্রেই মহিলাদের সমান বিচরণ।
গুগল ডুডলের ওই অ্যানিমেটেড ভিডিয়োটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেছে একজন মা তাঁর সন্তানের যত্ন নেওয়ার সময় একই সঙ্গে ল্যাপটপ নিয়ে নিজের কাজ করছেন - এই দৃশ্যের মাধম্যে মূলত ওয়ার্ক ফ্রম হোম (Work From Home) বিষয়টিকে বোঝানো হয়েছে। ওই ভিডিয়োর পরবর্তী অংশে দেখানো হয়েছে, একজন মহিলা বাগানে জল দিচ্ছেন এবং একজন মহিলা হাসপাতালে চিকিৎসা করছেন। যদিও এখানেই শেষ নয়। শুধুমাত্র একজন মা, একজন কর্মজীবি মহিলা বা একজন গৃহবধূ অথবা একজন সেবিকা নন; এনাদের পরেও সমাজের যে সব ক্ষেত্রে মহিলাদের ভূমিকা রয়েছে সেই সব ক্ষেত্রগুলিকে তুলে ধরেছে গুগল ডুডল।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকের এই বিশেষ Google Doodle-টি ডিজাইন করেছেন Google Doodle-এর আর্ট ডিরেক্টর থোকা মাইর (Thoka Maer) এবং তাঁর টিমের সদস্যরা।
নারীদের উদ্দেশ্যে গুগল শুধুমাত্র ভিডিও প্রকাশ করেননি, তার পাশাপাশি আজকের বিশেষ Google Doodle নিয়ে Google এর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, "একজন মা বাড়ি থেকেই যেমন কাজ করেন তেমন মোটরসাইকেল মেকানিকও তিনি। ফলে তাঁর স্কিল পৌঁছে যাচ্ছে আগামী দিনেও। আজকের দিনের এই বিশেষ Doodle এর অর্থ হল আগামী দিনের জন্য নিজেদের আরও প্রকাশ করতে সমর্থ মহিলারা। নিজেদের জন্য, তাঁদের পরিবারের জন্য এবং কোনও কমিউনিটির জন্যও। Happy International Women's Day।"
চলতি বছর রাষ্ট্রপুঞ্জের (United Nations)তরফে যে জানানো হয়, এবছর নারী দিবসের থিম "Gender equality today for a sustainable tomorrow" অর্থাৎ নারী-পুরুষের সমানাধিকার দীর্ঘস্থায়ী হোক।
- Related topics -
- লাইফস্টাইল
- আন্তর্জাতিক নারী দিবস
- নারী সুরক্ষা
- নারী