OTT: মুক্তি পেতে চলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', কিন্তু কোথায়?
আলিয়া ভাটের জীবনের অন্যতম সেরা ছবি হল সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। প্রেক্ষাগৃহের পাশাপাশি এবার ওটিটি প্লাটফর্মেও দেখা যাবে সিনেমাটি।
বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া ভাটের কেরিয়ারের অন্যতম সফল ছবির তালিকায় নিঃসন্দেহে একেবারে উপরের দিকে থাকবে 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিটি। গত ২৫শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' । মুক্তির আগে থেকেই এই ছবি দর্শকদের মনে প্রত্যাশা তৈরি করেছিল।
গঙ্গা হরজীবনদাসের সঙ্গে। কাথিয়াওয়াড়ের এক সাধারণ ঘরের সহজ সরল মেয়ে কীভাবে বম্বের ব্রথেলের ম্যাডাম হয়ে উঠল তারই বর্ণনা রয়েছে হুসেন জাইদির (Hussain Zaidi) লেখা বই Mafia Queens of Mumbai-এ। ট্রেলারের সেপিয়া টোন, দুরন্ত ব্যাকগ্রাউন স্কোর এবং আলিয়ার প্রেজেন্স এমিনেই মুগ্ধ করেছে দর্শকদের।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের (Netflix) তরফ থেকে ঘোষণা করে দেওয়া হল এই ছবি মুক্তির দিণক্ষণ। 'গাঙ্গুবাঈ' চরিত্রে আলিয়া ভট্টের ছবি দিয়ে তারা ঘোষণা করে যে, 'দেখো, দেখো চাঁদ নেটফ্লিক্সে আসছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' আগামী ২৬শে এপ্রিল। অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবির ওটিটি রিলিজের দিনক্ষণ পোস্ট করেছেন।
- Related topics -
- বিনোদন
- ওটিটি প্ল্যাটফর্ম
- আলিয়া ভট্ট
- অভিনেত্রী
- নেটফ্লিক্স