শীঘ্রই আসছে জুনিয়র কাপুর! সোমবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে প্রেগন্যান্সি নিউজ শেয়ার করলেন আলিয়া ভাট

Monday, June 27 2022, 5:31 pm
highlightKey Highlights

ফের একবার খুশির হাওয়া বইতে শুরু করেছে কাপুর পরিবারে। এপ্রিল মাসে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মেতে উঠেছিল গোটা পরিবার। এবার বিরাট সুখবর ঘোষণা করলেন রনবীর ঘরনী।


জুন মাসের শেষেই বিরাট সুখবর ঘোষণা করলেন আলিয়া। সোমবার সকালে আলিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মা হতে চলেছেন তিনি। পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিরাট ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আলিয়ার আলট্রা সাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে তাঁর সন্তানের প্রথম ছবি দেখছেন।

ইন্সটাতে দুটি ছবি শেয়ার করেছেন আলিয়া। প্রথম ছবিতে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে সোনোগ্রাফি করছেন। কম্পিউটারের পর্দা ব্লার করা রয়েছে এবং এটিতে একটি হার্ট ইমোজি দেওয়া রয়েছে। কম্পিউটার স্ক্রিনে শিশুটিকে দেখে আলেয়ার খুশির সীমা নেই। আলেয়ার পাশে কেউ বসে আছেন। ছবি দেখে মনে হচ্ছে তিনি রণবীর কাপুর হতে পারেন। দ্বিতীয় ছবিতে, আলিয়া একটি সিংহ সিংহী এবং তার সন্তানের একটি ছবি শেয়ার করেছেন। এর মানে তিনি বোঝাতে চাইলেন তাঁর সংসারও সম্পূর্ণ হতে চলেছে, আসছে নতুন সদস্য।

Trending Updates

ক্যাপশনে লেখা Our Baby... Coming Soon । এই ছবি দেখে নেটপাড়ার সদস্যরা প্রথমে চমকে গিয়েছিল। তবে পরে ভক্তরা সকলেই আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File