Akasa Air | কলকাতাতেও এবার পাওয়া যাবে আকাসা এয়ারের পরিষেবা! এয়ারলাইনে রয়েছে বিশেষ সুবিধাও!
কলকাতা সহ দেশের সবকটি মেট্রো সিটিতেই পাওয়া যাবে আকাসা এয়ারের পরিষেবা।
আকাসা এয়ারের (Akasa Air) নেটওয়ার্কে যুক্ত হল এবার কলকাতা (Kolkata)। রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala) এই নতুন এয়ার লাইনটি কলকাতাকে যুক্ত করলো তাদের ১৭তম গন্তব্য হিসেবে। ১৮ই মে বৃহস্পতিবার কলকাতায় প্রথম যাত্রা শুরু করে এই এয়ার লাইন।
বৃহস্পতিবার সন্ধ্যে ৫টা ৫৫ মিনিটে প্রথম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport ) থেকে পরিষেবা শুরু করে আকাসা এয়ার। জানা গিয়েছে, আপাতত কলকাতা এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু (Bengaluru) ও গুয়াহাটির (Guwahati) উদ্দেশে প্রতিদিন এই বিমান সংস্থার পরিষেবা পাওয়া যাবে। সেই মতো এদিন ১৭৪ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় এই এয়ারলাইন। অন্যদিকে, বেঙ্গালুরু থেকে ১৬৭ জন যাত্রীকে নিয়ে কলকাতা ফেরে আকাসা এয়ারের বিমাটি।
উল্লেখ্য, এই বিমান সংস্থা আগেই চালু করেছিল তাদের পরিষেবা। এমনকি এই রাজ্যে বাগডোগরা এয়ারপোর্টে (Bagdogra Airport) এই বিমান পরিবহণ সংস্থাটির পরিষেবা পাওয়া যেত। তবে বাদ ছিল কলকাতা। এবার এই শহরেও পাওয়া যাবে আকাশা এয়ারের পরিষেবা। কলকাতা ছাড়াও দেশের সব কটি মেট্রো শহরে (Metro City) পরিষেবা চালু করলো এই এয়ারলাইন।
কলকাতা থেকে প্রথম পরিষেবা চালু করার সময় আকাসা এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ও কো-ফাউন্ডার (Chief Commercial Officer and Co-Founder of Akasa Air) প্রবীণ আইয়ার (Praveen Iyer) বলেন, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কলকাতা পর্যটকদের আকর্ষণ করে। ফলে এখানে পরিষেবা দিয়ে অত্যন্ত আনন্দিত তিনি। এছাড়াও আকাশা এয়ারের কলকাতা থেকে বেঙ্গালুরু এবং গুয়াহাটিতে ফ্লাইট শুরু হওয়ার জন্য দেশের পূর্বাঞ্চলে ভ্রমণ সহজ করে তুলবে বলেও আশা প্রবীণ আইয়ারের।
পশ্চিমবঙ্গে আমাদের দ্বিতীয় গন্তব্য কলকাতায় কাজ শুরু করতে পেরে আনন্দিত। একটি প্রধান বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কলকাতা নিঃসন্দেহে পর্যটকদের আকর্ষণ করে। কলকাতা থেকে বেঙ্গালুরু এবং গুয়াহাটিতে ফ্লাইট শুরু হওয়ায় এটি দেশের পূর্বাঞ্চলে ভ্রমণকে আরও সহজতর করে তুলবে।
প্রসঙ্গত, আকাসা এয়ারলাইনের ফ্লাইটে রয়েছে পোষ্য নিয়ে যাওয়ার আলাদা ব্যবস্থা। এই বিমান সংস্থার চিফ মার্কেটিং অ্যান্ড এক্সপেরিয়েন্স অফিসার বলেন, এই আকাশা এয়ারে যাত্রীরা সস্তায় টিকিট পাবেন। এছাড়াও গ্রাহকদের একটি দারুণ ইন-ফ্লাইট (In Flight) অভিজ্ঞতা প্রদান প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে আকাসা এয়ারের তরফ থেকে।
আকাসা এয়ারলাইনের তরফ থেকে জানানো হয়, প্রত্যেক দিন এই এয়ারলাইনের বিমান বেঙ্গালুরু থেকে কলকাতায় আসবে বিকেল ৫টা ১৫ মিনিটে। এই ফ্লাইট আবার ৪০ মিনিট অপেক্ষা করে কলকাতা থেকে উড়ে যাবে গুয়াহাটির উদ্দেশে।
- Related topics -
- দেশ
- নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
- কলকাতা এয়ারপোর্ট
- বেঙ্গালুরু
- গুয়াহাটি
- বিমান
- বিমান পরিষেবা
- আকাসা এয়ারলাইন