বৃহস্পতিবার ১৯শে মে ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (19th May, 2022)

Thursday, May 19 2022, 8:18 pm
highlightKey Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন বৃহস্পতিবারের রাশিফল।


রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন বৃহস্পতিবারের রাশিফল

মেষ রাশি

Trending Updates

আজ কর্ম স্থানে আপনি কাউকে বেশি বিশ্বাস করবেন না, এবং বন্ধুদের কাছ থেকে শত্রুর মতো ব্যবহার পেতে পারেন। সন্তানদের কর্মে সাহায্য করতে হতে পারে। আপনার বহুমুখী প্রতিভা থাকলে সেটা দেখানোর সুযোগ আসতে পারে বিষয়-সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তি হতে পারে।

বৃষ রাশি

আজ আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক বাধার আশঙ্কা রয়েছে। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে । মাবাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

মিথুন রাশি

আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে কিন্তু তাতে সফল হবে না। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গল জনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কলা কুশলীতে ব্যবসায় অগ্রগতির আভাশ। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব।

কর্কট রাশি

আজ বাড়ির বড় কারোর জন্য চিকিৎসা ব্যবস্থা নিতে হতে পারে। বিজ্ঞান বিষয়ের ওপর চর্চার ছাত্র–ছাত্রিদের অগ্রগতির যোগ আছে। সংসারের কোনও কারণে ধৈর্য হারালে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কর্মচারির জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে।

সিংহ রাশি

আজ পরিবারে কারোর ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমান বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবেনা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ সারা দিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে।

কন্যা রাশি

আজ কোনও স্থানে থেকে নিরাশ হয়ে ফিরতে হবে, বাড়িতে কোনও আত্মীয়র বিশেষ আলোচনা। ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পরে। সমাজের কোনও কাজে ব্যস্ত হতে হবে। বেকারদের চাকরির যোগ আসতে চলেছে। ব্যবসার দিকে ভাল ফল ও সঞ্চয় হতে পারে।

তুলা রাশি

আজ কোনও স্থানে থেকে নিরাশ হয়ে ফিরতে হবে, বাড়িতে কোনও আত্মীয়র বিশেষ আলোচনা। ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পরে। সমাজের কোনও কাজে ব্যস্ত হতে হবে। বেকারদের চাকরির যোগ আসতে চলেছে। ব্যবসার দিকে ভাল ফল ও সঞ্চয় হতে পারে।

বৃশ্চিক রাশি

আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না।

ধনু রাশি

আজ এমন কিছু কাজ করবেন যা আপনার অজান্তেই ভবিষ্যতের জন্য ভাল। কোনও কথা গোপন নিয়ে দাম্পত্য কলহ। আজ সারা দিন ব্যস্ততায় কাটবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন পুরোনো কোনও ব্যাধির উপশম হতে পারে । অতিরিক্ত ভাবনা আপনার ক্ষতি করবে।

মকর রাশি

 নিজের অর্থ খরচ হতে পারে। দাম্পত্য জীবনে শান্তির খোঁজ। কারোর বিপক্ষে কথা বলবেন না।শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমন হতে পারে। কেনা বেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। প্রাপ্ত বয়স্কদের কথা মেনে চলুন। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে।

কুম্ভ রাশি 

নিজে পড়াশোনা করতে চাইলেও বাধা আসতে পারে।ঝুঁকি পূর্ণ কাজ না করাই শ্রেয়। সহকর্মীর সাহায্যে পদন্নোতির যোগ। মা-বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। ব্যবসায় উপার্জনের জায়গায় বাধা। লিভারের জটিলতায় ভোগান্তি হতে পারে সতর্ক থাকুন। অতিরিক্ত পরিশ্রম করার ফলে শারিরিক দুর্বলতা বৃদ্ধি।

মীন রাশি

আজ কোনও কারণে আপনি কারোর সমালোচনার ব্যক্তি হতে পারেন। আত্মীয়দের সঙ্গে পুরনো ঝঞ্ঝাট মিটে যেতে পারে। নিজের লক্ষে স্থির থাকতে পারলে কর্মে উন্নতি। বাতের যন্ত্রনায় ভোগান্তি। নতুন ভুমি বা বাসস্থান কেনার যোগ আছে।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File