রাশি ফল

শুক্রবার ১৮ই মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 18th March,2022)

শুক্রবার ১৮ই মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 18th March,2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন শুক্রবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন শুক্রবারের রাশিফল

মেষ রাশি

কোনও বন্ধুর সুবাদে বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য চিন্তা বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসায় দুর্ভাবনা বাড়তে পারে। পিতা-মাতার সঙ্গে তর্ক। আঘাত থেকে সাবধান। কোমরের যন্ত্রণা থেকে কাজের ক্ষতি। বাড়িতে অনেক আত্মীয় আসতে পারেন।

বৃষ রাশি

ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি। অধিক বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। মানসিক চাঞ্চল্য বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। স্ত্রীর জন্য সম্মান নষ্ট হতে পারে। টাকা-পয়সা চুরি থেকে সাবধান।

মিথুন রাশি

বাড়িতে বন্ধুদের উৎপাত বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসার ক্ষেত্রে খরচ বাড়তে পারে। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে সারাদিন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা সংক্রান্ত বিবাদ। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

কর্কট রাশি

চিকিৎসার জন্য খরচ ও চিন্তা। বাড়িতে কোনও সুখের খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ। প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাড়তে পারে। জলপথে কোনও বিপদ আসতে পারে। কর্মস্থানে চাপ বাড়তে পারে। সকালের দিকে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।

সিংহ রাশি

এই রাশির জাতকদের জন্য আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে আলোচনা। আর্থিক চাপ বৃদ্ধি। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন।

কন্যা রাশি

আজ, আর্থিক ব্যাপারে চিন্তা থাকবে। খেলাধূলায় জয়লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের কারণে আনন্দ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি কোনও চাপ আসতে পারে। রক্তচাপ নিয়ে কষ্ট। রাস্তাঘাটে একটু সাবধানে চলুন, বিপদ ঘটতে পারে।

তুলা রাশি

কোনও নিকটাত্মীয় শত্রুতা করতে পারেন। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি। রক্তচাপ নিয়ে চিন্তা। ব্যবসায় মিশ্রফল। বন্ধুদের জন্য অর্থ অপচয় হতে পারে।

বৃশ্চিক রাশি

এই রাশির জাতকদের আজ আইনি কোনও কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয়। ব্যবসায় উন্নতির পথে বাধা। বিবাহ সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে। সন্তানদের নিয়ে চিন্তা। দুপুরের পরে চাকরির স্থানে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

ধনু রাশি

ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। চিকিৎসা্র ব্যাপারে খরচ বাড়তে পারে। কোনও বড় কারণে অর্থক্ষতির যোগ। ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা। ব্যবসায় নতুন কিছু ভাবনা।

মকর রাশি

আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগার সম্ভাবনা। দুপুরের পরে ব্যবসায় শুভ পরিবর্তন। ফাটকা থেকে আয় হতে পারে। পেটের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য খরচ। ব্যবসায় ভালো ফল পাবেন না। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়তে পারে। বন্ধুর থেকে সাহায্য লাভ। বিজ্ঞান বিষয়ে চিন্তা।

কুম্ভ রাশি 

এই রাশির জাতক জাতিকারা আজ কোনও সমস্যায় সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। কোনও ভাল কাজ করেও বদনাম হতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। অর্থক্ষতি হতে পারে। শারীরিক অসুবিধা হতে পারে। সন্তানের কাজের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে আজ কোনও কিছুর জন্য আনন্দ বৃদ্ধি পাবে। পেটের কষ্ট বৃদ্ধি পাবে। একটু বুঝে বন্ধুদের সঙ্গে চলুন, বিবাদ হতে পারে। কোনও কাজের দ্বারা আজ মহান হতে পারবেন। সাধুসেবায় আনন্দ লাভ। ভাই-বোনের মধ্যে কোনও সমস্যা বাড়তে পারে। পাওনা অর্থ আদায়ে অশান্তি বাড়তে পারে।


Weather Update | বছর শেষে ১৪-১৫ ডিগ্রি, দার্জিলিঙে পড়বে বরফ! নতুন বছর থেকে বদলাবে আবহাওয়ার খেল?
Humayun Kabir | ছাড়া পেয়েও স্বস্তি নেই হুমায়ূনের ছেলের, জামিন অযোগ্য ধারায় দায়ের মামলা হুমায়ুন ও রবীনের বিরুদ্ধে
Unnao Case | কুলদীপের জামিনকে চ্যালেঞ্জ CBI-এর! উন্নাও মামলা উঠছে সুপ্রিম কোর্টে
Weather Update | বর্ষবরণের আগেই নামছে তাপমাত্রার পারদ, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
BCCI Secretary | জয় শাহের পর বিসিসিআই-র সচিব পদে কে বসবেন? চূড়ান্ত হয়ে গেলো নাম
Weather Update । শীত পড়ছে জাঁকিয়ে, একনজরে দেখে নিন মহানগরের আজকের আবহাওয়া আপডেট
Breaking News | দূষণের জেরে ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ! ধোঁয়াশায় ঢেকেছে স্টেডিয়াম