রাশি ফল

শুক্রবার ২৫শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (25th March, 2022)

শুক্রবার ২৫শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali (25th March, 2022)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন শুক্রবারের রাশিফল।

রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন শুক্রবারের রাশিফল

মেষ রাশি

শখ পূরণে অতিরিক্ত খরচ করতে পিছপা হবেন না। সম্পত্তিগত পারিবারিক বিবাদ মিটে যাবে। আপনার সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য খরচ করতে হতে পারে। আজ আপনার নীতিবোধ দুর্বল থাকবে। স্বাস্থ্য ভালো রাখতে শরীরচর্চা করুন।

বৃষ রাশি

আর্থিক ব্যপারে মামলার রায় আপনার পক্ষে যেতে পারে। ইতিবাচক চিন্তা সাফল্যের দিকে নিয়ে যাবে। যে কাজে আপনি নিযুক্ত আছেন সেই কাজ গুরুত্বের সাথে সম্পন্ন করুন। বাড়িতে অতিথি আসতে পারে।

মিথুন রাশি

বড় লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বিপদে পড়া মানুষদের সাহায্য করুন। নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সমস্ত কাজ নিজে তত্বাবধান করুন। চাপ সৃষ্টির ফল ভালো হবেনা।

কর্কট রাশি

পরিবারের জন্য পরিশ্রম করুন। নিজের আদর্শে অটল থাকুন। বিদেশী ব্যবসার ক্ষেত্রে আজ ভালো লাভ পাওয়া যাবে। চট করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সাফল্য এনে দেবে। সকলের আগ্রহের কেন্দ্র হয়ে উঠবেন।

সিংহ রাশি

আজ কোনও জরুরি কাজে যেতে গিয়ে বিপদে পড়তে পারেন। খাওয়া দাওয়া নিয়ে সতর্ক হওয়া দরকার। স্ত্রীয়ের অসুস্থতা চিন্তায় রাখবে। খেলাধুলায় কিছুটা সময় কাটান।

কন্যা রাশি

আজ কাউকে ধার দেওয়ার আগে সব দিক বিবেচনা করুন। সুযোগসন্ধানীদের পাত্তা দেবেন না। আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। আপনার নতুন পরিকল্পনা সকলের থেকে সমর্থন পাবে। ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি

আপনার খারাপ ব্যবহার নিয়ন্ত্রণ না করলে সম্পর্ক খারাপ হতে পারে। সংযত থাকুন। দীর্ঘমেয়াদি বিনিয়োগ লাভ দেবে। আপনার বিচক্ষণতা দিয়ে আশেপাশের ঝামেলার সমাধান করুন। বাবা মায়ের শরীর অসুস্থ থাকতে পারে।

বৃশ্চিক রাশি

আজ আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ কোনও খারাপ খবর পেতে পারেন। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।

ধনু রাশি

কাজের জন্য সুখ্যাতি বৃদ্ধি পাবে। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ হবে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে। 

মকর রাশি

 কাজে ব্যয় করতে হতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। 

কুম্ভ রাশি 

শত্রুতার জন্য ক্ষতির যোগ রয়েছে। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে।

মীন রাশি

দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে ঝামেলার আশঙ্কা রয়েছে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। অপরের বিপদে সাহায্য করতে হতে পারে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। 


Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Kolkata Drug Ring | খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Breaking News | পুজোর আগেই ভারতে ঢুকলো পদ্মার ইলিশ, প্রথম দফায় কত কেজি রুপোলি শস্য ঢুকলো এদেশে