বুধবার ২৩শে মার্চ ২০২২, দিনটি আপনার জন্য কেমন যাবে, দেখুন আজকের রাশিফল | Horoscope update in Bengali ( 23th march 2022)

Wednesday, March 23 2022, 6:12 am
highlightKey Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন বুধবারের রাশিফল।


রাশিচক্র যেমন ক্রমবর্ধমান পরিবর্তিত হয় ঠিক আমাদের ভাগ্যের চাকাও একইভাবে প্রতিনিয়ত ঘূর্ণায়মান ; কখনো যা দেয় সদর্থক ফল আবার কখনো বা নেতিবাচক । তবে ভাগ্য যা ই নির্ধারণ করুক না কেন আসল সত্যটি হলো কর্ম + ভাগ্য= ফল । তাই সঠিক কর্ম করে গেলে ভাগ্য ও হবে সুপ্রসন্ন ।

একনজরে জেনে নিন বুধবারের রাশিফল

মেষ রাশি

Trending Updates

আজ সারাদিন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় কর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ করবেন। হাঁটু বা পায়ের ব্যথা। বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। স্ত্রীর বিষয়ে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা।

বৃষ রাশি

আজ সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে। বিবাহের ক্ষেত্র শুভ। আজ বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন স্তরের বিদ্যায় অগ্রগতি। আজ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। অনেক দিনের পুরনো রোগের চিকিৎসা করান।

মিথুন রাশি

আজ আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আজ আয়ের পরিমাণ ভালই থাকবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন।

কর্কট রাশি

এই রাশির জাতকদের আজ কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় উন্নতি লাভ করবেন। কোনও বিষয় নিয়ে মনের উপর চাপ বাড়বে। প্রেমে সাফল্য লক্ষ করা যাবে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। ব্যবসা বা কর্মের ক্ষেত্রে খুব ভাল যোগ দেখা যাচ্ছে, কিন্তু পরিশ্রম যথেষ্ট করতে হবে।

সিংহ রাশি

আয়ের পরিমাণ ভাল থাকলেও অভাব আপনাকে তাড়িয়ে বেড়াবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা। পরিবারে সম্মান বৃদ্ধি। নিজের ভাল কাজের জন্য মানুষের কাছ থেকে প্রচুর সহমর্মিতা পাওয়ার আশা রাখতে পারেন। আর্থিক অবস্থা ভালই যাবে। বিদ্যার্থীদের সামনে প্রতিকূল সময়।

কন্যা রাশি

আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ সঠিক থাকবে। অনেক দিনের পুরোনো ক্ষত ভোগাতে পারে। গুরুজনদের থেকে সাহায্য পাবেন। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন। আজ কোনও কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে। সন্তানদের থেকে কিছু উপকার পাবেন।

তুলা রাশি

এই রাশির জাতকদের আজ পিতা-মাতার সঙ্গে মতের অমিল হতে পারে। চোখের ব্যাপারে একটু সাবধান। আজ শরিকী কোনও জিনিস নিয়ে ভাই-বোনদের সঙ্গে সমস্যা সৃষ্টি হতে পারে। সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন। কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে।

বৃশ্চিক রাশি

জনহিতকর কাজে সুনাম পাবেন। সন্তানদের জন্য ভাল কোনও ভাবনা আসতে পারে। ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল। আজ আমদানি-রফতানি ব্যবসায় ভাল যোগ। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি। আজ শরীরের উপরে খুব হয়রানি হতে পারে। সংসারে শান্তি বজায় থাকবে।

ধনু রাশি

আজ সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝঞ্ঝাটে বেশি কথা না বলাই শ্রেয়। এ সময়ে প্রেমের দিকে না এগোনোই ভাল। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আজ কোনও ঝামেলা বাধলে পরিস্থিতি আয়ত্তে আনা মুশকিল হবে।

মকর রাশি

আজ পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম ও দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তি। খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারও কাছ থেকে উপকার পেতে পারেন।

কুম্ভ রাশি 

আজ একটু বিপদের সম্ভাবনা আছে। মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন। স্বামী-স্ত্রী যৌথ ভাবে কোনও ব্যবসায় সাফল্য পেতে পারেন। সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে।

মীন রাশি

আজ সারা দিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File