রাশি ফল

আজকের দিনটি আপনার কেমন যাবে, দেখুন মঙ্গলবারের রাশিফল | Horoscope update in Bengali (23-11-2021)

আজকের দিনটি আপনার কেমন যাবে, দেখুন মঙ্গলবারের রাশিফল | Horoscope update in Bengali (23-11-2021)
Key Highlights

চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, সবক্ষেত্রেই আপনার আজকের দিনটি কেমন যাবে? জানুন মঙ্গলবারের রাশিফল।

ভিন্ন ব্যক্তির যেমন হয় ভিন্ন রাশি; তেমনি প্রতিনিয়তই রাশিচক্রের ও পরিবর্তন হয় । তাই আপনার রাশি অনুযায়ী আজ আপনার ভাগ্যে কী আছে তা জেনে নিন একনজরে।

একনজরে জেনে নিন  মঙ্গলবারের রাশিফল:

মেষ রাশি:

বাচ্চাদের কারণ বশত আজ সমস্যায় পড়ার ইঙ্গিত রয়েছে। তবে এ ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে। রাগের বশে কিছু কাজ না করাই ভালো । প্রিয়জনের সাথে সন্ধ্যাকালীন ভ্রমণের যোগ রয়েছে । আপনাকে অন্যেরা কী অপবাদ দিল সেই চিন্তায় সময় নষ্ট করবেন না ।

বৃষ রাশি:

বাড়ির মানুষের জন্য দুশ্চিন্তায় আপনার শরীর অসুস্থ হতে পারে তাই অকারণে দুশ্চিন্তা করবেন না । আজ নিজের একাকীত্ব ভুলে থাকার সর্বোত্তম উপায় হলো পরিবারের সাথে সময় কাটানো। বিপরীত লিঙ্গের কোনও বন্ধুর সাহায্যে ব্যবসায় বা চাকরিতে উন্নতির যোগ হয়েছে আজ।

মিথুন রাশি:

শারীরিক সমস্যায় ভুগতে পারেন। সবরকম সমস্যা থেকে মুক্তি পেতে সৃজনশীল কাজে নিজেকে ডুবিয়ে রাখুন। আজ পরিবারে নতুন কারও আসার সম্ভাবনা আছে ।যারা গর্ভবতী তাদের আজ সাবধানে থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন ।

কর্কট রাশি:

বিনোদনে জন্য অতিরিক্ত ব্যয় করবেন না ;এতে নিজের সঞ্চয় হ্রাস হতে পারে এবং একই সাথে প্রয়োজনীয় খরচের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। বাক্যালাপের ক্ষেত্রে আরও সংযত হতে হবে । সন্তানদের লেখা পড়ার ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। তবে দিনের অধিকাংশ সময়ই সন্তানদের নিয়েই আপনার আজ কেটে যাবে ।

সিংহ রাশি:

স্ত্রী এবং পরিবারের সকলের আবদার মেটাতে গিয়ে আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে তাই নিজের আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। আজ নিজের সঙ্গীর সাথে কিছু সুন্দর মুহূর্ত অতিবাহিত হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে যোগাযোগ বাড়বে তবে বাইরের কারও পরামর্শে নিজের মানুষকে সন্দেহ করা উচিত হবে না।

কন্যা রাশি:

স্ত্রীয়ের সঙ্গে মতবিরোধ না করাই ভালো; তাতে সমস্যা আরো বাড়বে ।অহেতুক সন্দেহ থেকে বিরত থাকবেন । পুরানো পরিজন বা বন্ধুদের সাথে যোগাযোগে আনন্দ বৃদ্ধি পাবে । দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে আজ বাড়ির বাইরে একান্তে কিছুটা সময় কাটানোর ইচ্ছা হতে পারে। তবে কিছুটা হলেও মনে উদ্বেগ থাকবে।

তুলা রাশি:

আপনার চারি পাশে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়াবার আজ সঠিক সময় না হলে নিজের কাছেই নিজেকে অস্বস্তিতে পড়তে হবে । কর্মক্ষেত্রে কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না; নয়তো আপনি অসুবিধায় পড়তে পারেন। আজ পরিবারের সাথে সন্ধ্যাকালীন আনন্দ উপভোগ করার যোগ রয়েছে। 

বৃশ্চিক রাশি:

যদি কারও কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তা পরিশোধ করে দেওয়াই বাঞ্ছনীয় না হলে আপনাকে অপমানিত হতে হবে। তবে টাকা জোগাড় করতেও আজ অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কোন সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় ঘটতে পারে।

ধনু রাশি:

অকারণ দুশ্চিন্তা করা ত্যাগ করুন নয়তো তার জন্য আজ আপনার স্বাভাবিক জীবনযাপনের কাজগুলিতে ব্যাঘাত ঘটবে; এজন্য আজ আপনার অনেকটা সময় অপচয় হতে পারে। আজ আর্থিক দিক দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তাই এ ব্যাপারে নিজের পিতৃস্থানীয় কারোর পরামর্শ নিলে ভালো । বিকেলের দিকে কোনও শুভ সংবাদ আসার ইঙ্গিত রয়েছে ।

মকর রাশি:

নিজের অতীতের কোনও ভুল কাজের জন্য ফল ভোগ করতে হতে পারে । কর্মক্ষেত্রে সমস্যায় পড়ার যোগ রয়েছে । আজ বাড়িতে অতিথির আগমনে অতিরিক্ত ব্যয় হতে পারে। স্ত্রীর সাথে মধুর কিছু মুহূর্ত কাটতে পারে।

কুম্ভ রাশি:

আজ অন্যের ভুল ধরতে গেলে সকলের কাছে খারাপ সাব্যস্ত হতে পারেন তাই এই কাজ থেকে বিরত থাকুন । আজ অর্থ বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় । আজ দিনের অধিকাংশ সময় কাটবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। প্রিয়জনকে উপহার দেওয়ার যোগ রয়েছে।

মীন রাশি:

পরিবারের কর্তব্যে অবহেলা করবেন না নয়তো আজ পরিবারের সকলের সাথে মনোমালিন্য হবার সম্ভাবনা প্রবল যা আপনার মানসিক স্থিতির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে । আজ কোন বিষয়ে বিশেষ কোনো ঝুঁকি নেবেন না। যারা চাকরির সন্ধান করছে তাদের নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে।


Maoists | ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি’! শান্তি আলোচনায় বসতে চায় মাওবাদীরা!
Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Malaysia | গ্যাসের পাইপলাইন ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১৪৫ জনের! মর্মান্তিক দুর্ঘটনা মালয়েশিয়ায়!
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!