Air Pollution | দিল্লিকেও ছাপিয়ে গেলো দুর্গাপুর! ৪৫৩ ছুঁলো শিল্পাঞ্চল দুর্গাপুরের বাতাসের গুণমান সূচক
মঙ্গলবার দিল্লিকেও ছাপিয়ে গেলো পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দূষণের মাত্রা!
শীতকাল আসতে না আসতেই চিন্তার ভাঁজ ফেলেছে দিল্লির বায়ু দূষণ। সেখানে বায়ুর গুণগত মান এতটাই খারাপ যে GRAP IV চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু মঙ্গলবার দিল্লিকেও ছাপিয়ে গেলো পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দূষণের মাত্রা! ২৬ নভেম্বর, মঙ্গলবার দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৯৪। আর এদিনই শিল্পাঞ্চল দুর্গাপুরের বাতাসের গুণমান সূচক ছুঁয়ে ফেলে ৪৫৩র মাত্রা। এই প্রসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক চিফ ইঞ্জিনিয়ার অরূপ দে বলেন, 'হাওয়া না চলায় আজ দূষণ বেশি আছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দুর্গাপুর
- বায়ুদূষণ
- পরিবেশ দূষণ
- নয়াদিল্লি