দীর্ঘদিনের লড়াই শেষ, মাত্র ২৪ বছর বয়সেই জীবনযুদ্ধে হার মানতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে

Sunday, November 20 2022, 8:37 am
highlightKey Highlights

দুবার মারণ রোগ ক্যান্সারকে জয় করতে পারলেও দীর্ঘ লড়াই শেষে জীবনযুদ্ধে পরাজয় স্বীকার করতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। হৃদরোগে মৃত্যু হল অভিনেত্রীর।


গত ১লা নভেম্বর থেকে হাওড়ার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। দীর্ঘ ২০দিন যাবত মৃত্যুর সাথে লড়াই করে চলেছিলেন দুবার ক্যান্সার জয়ী এই সাহসী অভিনেত্রী। অবশেষে রবিবার থেমে গেল সেই জীবনযুদ্ধ। 

মৃত্যুকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেও শেষরক্ষা হল না! প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা


মারণরোগকে হারিয়ে জীবনের ছন্দে ফিরেছিলেন কিন্ত শেষে হার মানতে হল ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কাছে। ২০ দিনের লড়াই শেষ ঐন্দ্রিলা শর্মার। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর পরিবার ও অনুরাগীদের মনে ক্ষীণ আশা জন্মেছিল যে ঠিক হয়ত মৃত্যুকে হারিয়ে ফিরে আসবেন ঐন্দ্রিলা। কিন্তু তা আর হল না। হাসপাতাল সূত্রে খবর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। গত শনিবার রাতে তাঁর পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয়েছিল। তবু মিরাক্যালের অপেক্ষায় ছিলেন অভিনেত্রীর শুভাকাঙ্খীরা। তবে শেষ রক্ষা হল না। সঙ্গী সব্যসাচীর ভালোবাসাকে আঁকড়ে ধরেই বারবার জীবনের গান গেয়েছিলেন তিনি।

গত ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে ২০১৬ সালে সেই ক্যান্সারকে জয় করেছিলেন ঐন্দ্রিলা। ফের ২০২১ সালে তাঁর শরীরে হানা দেয় ক্যান্সার। তবু সমস্ত যন্ত্রণা, সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে বারবার কামব্যাক করতে চেয়েছিলেন ঐন্দ্রিলা। চলতি মাসের ৪ তারিখে ব্রেনস্ট্রোক হয় তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় তাঁর। সব লড়াই শেষে আজ দুপুরে চির উজ্জ্বল হলেন অভিনেত্রী। 





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File