Asian Para Games | প্রতিবন্ধকতাকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় অ্যাথলিটরা! এশিয়ান গেমস ২০২৩ এর পর এশিয়ান প্যারা গেমসেও সেঞ্চুরি পদক জয়!

Saturday, October 28 2023, 2:17 pm
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ এর পর এশিয়ান প্যারা গেমসেও ১০০ এর বেশি পদক জয় করলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের জয় করা পদকের থেকেও বেশি এই টুর্নামেন্টে মোট ১১১টি পদক জিতেছে ভারত।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর পর এশিয়ান প্যারা গেমসেও (Asian Para Games) ইতিহাস গড়লো ভারত!  এশিয়ান গেমস ২০২৩ এ ভারত (India at Asian Games 2023) শতাধিক পদক জয়ের পর এশিয়ান প্যারা গেমসেও ১০০ এর বেশি পদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করলেন  ভারতের প্যারা অ্যাথলিটরা। হানঝাউয়ের এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে মোট ১১১টি পদক পেয়েছে ভারত!

এশিয়ান গেমস ২০২৩  এর পর এশিয়ান প্যারা গেমসেও ১০০ এর বেশি পদক জয় করলেন ভারতীয় অ্যাথলিটরা
এশিয়ান গেমস ২০২৩ এর পর এশিয়ান প্যারা গেমসেও ১০০ এর বেশি পদক জয় করলেন ভারতীয় অ্যাথলিটরা

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত (India at Asian Games 2023) এবার ১০৭টি পদক জিতেছিল। যা দেশের ইতিহাসে ছিল সবথেকে বেশি পদক জয়ের রেকর্ড। এবার এশিয়ান প্যারা গেমসেও দেশের ইতিহাসে সবথেকে বেশি পদক জয় করেছে ভারত। এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়া প্যারা এশিয়ান গেমসে ৭২টি পদক জিতেছিল দেশ। সেটিই ছিল প্যারা এশিয়ান গেমসে ভারতের সেরা পারফরম্যান্স। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল ভারত। প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে মোট ১১১টি পদক। যা এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023)এ দেশের জয় করা পদক সংখ্যার থেকেও বেশি। হানঝাউ থেকে ভারতের প্যারা অ্যাথলিটরা দেশে আনছেন মোট ২৯টি সোনা, ৩১টি রুপো ও ৫১টি ব্রোঞ্জ। 

Trending Updates

উল্লেখ্য, প্রথম এশিয়ান প্যারা গেমসের আসর বসেছিল হানঝাউতে। ২০১০ সালের সেই প্যারা এশিয়ান গেমসে ভারত ১৪টি পদক পেয়েছিল, তাতে ছিল ১টি সোনা। সে বার ভারত পদক তালিকায় শেষ করেছিল ১৫ নম্বরে। এরপর ২০১৪ ও ২০১৮-র এশিয়ান প্যারা গেমসে ভারত শেষ করেছিল যথাক্রমে ১৫ ও আট নম্বরে। তবে এবার এই মাল্টি স্পোর্টস ইভেন্টের চতুর্থ সংস্করণ ছিল। তাতে রেকর্ড সংখ্যক পদক পেয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। এবারের এশিয়ান প্যারা গেমসে ভারত শেষ করেছে পাঁচ নম্বরে। শীর্ষে শেষ করেছে আয়োজক চিন। তাদের ঝুলিতে মোট ৫২১টি পয়েন্ট। তার মধ্যে রয়েছে ২১৪টি সোনা, ১৬৭টি রুপো এবং ১৪০টি ব্রোঞ্জ। এশিয়ান প্যারা গেমসের পদক তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইরান , জাপান ও কোরিয়া।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের জয় করা পদকের থেকেও বেশি এই টুর্নামেন্টে  জিতেছে ভারত
এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের জয় করা পদকের থেকেও বেশি এই টুর্নামেন্টে জিতেছে ভারত

এবার এশিয়ান প্যারা গেমসেও (Asian Para Games 2023) ইতিহাস গড়ল ভারতের অ্যাথলিটরা। ২২ সে অক্টোবর থেকে শুরু হয়েছিল এবারের এশিয়ান প্যারা গেমস। প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ১১১। প্রতিযোগিতার ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক পদক জয়। তাই অ্যাথলিটদের এই সাফল্যের জন্য তাঁদের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), ভারতের ক্রীড়া মন্ত্রী (Sports Minister of India)। শনিবার অর্থাৎ ২৮ অক্টোবর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, প্যারা এশিয়ান গেমসে ১০০টি পদক জয় অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য ক্রীড়াবিদদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই জয় সকলকে অনুপ্রাণিত করে। তারা এমন ভাবে নিজেদের সেরাটা দেয়, যে এটা বোঝা গিয়েছে, কোনও কিছুই অসম্ভব নয়। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে গোটা দেশ খুশি। খেলোয়াড়দের আগেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের ক্রীড়া মন্ত্রী (Sports Minister of India) অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur)। সোশ্যাল মাধ্যমে অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) একটি ভিডিও পোস্ট করে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File