খেলাধুলা

Gukesh D | জার্মানিতে চেস চ্যালেঞ্জে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করে নজির গড়লেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি!

Gukesh D | জার্মানিতে চেস চ্যালেঞ্জে দুই বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করে নজির গড়লেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি!
Key Highlights

ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়ে ফ্রিস্টাইল দাবায় প্রথমদিন শেষে দ্বিতীয়স্থানে উঠে এলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি। হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডিঙ্গ লিরেনকেও।

বিশ্ব দাবার মঞ্চে এক নম্বর, ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে জার্মানিতে চেস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বড় চমক দিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার (Indian Grandmaster) গুকেশ ডি (Gukesh D)! ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়ে ফ্রিস্টাইল দাবায় প্রথমদিন শেষে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন তিনি। তবে এদিন ম্যাগনাস কার্লসেনকে হারানোর পাশাপাশি ডি গুকেশ (D Gukesh) হারিয়েছেন দাবার একের পর এক তারকাকে। ফলে প্রতিযোগিতার প্রথমদিনেই তাঁর এই পারফরম্যান্স রীতিমতো চমকে দিয়েছে বিশেষজ্ঞদের।

 এছাড়াও উইসেনহস চেজ চ্যালেঞ্জের প্রথমদিনে ডি গুকেশ মধুর জয় পেয়েছেন চিনের বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডিঙ্গ লিরেনকেও। তবে এদিন একের পর এক তারকাকে হারালেও শুরুটা খুব একটা ভালো হয়নি গুকেশের। দিনের প্রথম ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের আলিরেজা ফিরোইজার। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাননি গুকেশ ডি (Gukesh D)। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে সম্ভাব্য চার পয়েন্টে চার পয়েন্ট পেতেন তিনি। সেই জায়গায় তিন পয়েন্ট পেয়েছেন তিনি। ফলে ব়্যাপিড সেকশনে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন গুকেশ। অন্যদিকে, জার্মানির ভিনসেন্ট কেইমার প্রথম স্থানে রয়েছেন। তাঁর দখলে রয়েছে ৩.৫ পয়েন্ট। গুকেশের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নদিরবেগ আব্দুসাত্তারভ।


 প্রসঙ্গত এই টু্র্নামেন্টে বিজয়ী পাবেন ২ লক্ষ মার্কিন ডলার। প্রতি দাবাড়ু এই প্রতিযোগিতায় চল্লিশটি মুভ করতে পারবেন যাতে তার হাতে সময় থাকবে ৯০ মিনিট। আর এই প্রতিযোগিতার প্রথম দিনেই বিশ্ব এক নম্বর দাবারুকে পরাজিত করে নজির গড়লেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার (Indian Grandmaster) গুকেশ ডি। উল্লেখ্য, ১৭ বছর বয়সি গুকেশ বিশ্বের তৃতীয় কনিষ্টতম গ্র্যান্ডমাস্টার। গত বছর তিনি বিশ্বনাথন আনন্দকে সরিয়ে ভারতীয় দাবাড়ুদের মধ্যে এক নম্বরে উঠে এসেছিলেন তিনি। শুধু তাই নয়, গত বছর দাবা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ করেন। যে প্রতিযোগিতায় রুপো পান আর এক তারকা দাবাড়ু প্রজ্ঞানন্দ। চলতি বছরে এপ্রিলে দু’জনই ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় নামবেন। যে প্রতিযোগিতার জয়ী মুখোমুখি হবেন বিশ্ব চ্যাম্পিয়ন লিরেনের।


বর্তমানে বিশ্ব দাবার অন্যতম সেরা তারকা নিঃসন্দেহে ম্যাগনাস কার্লসেন। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ফলে তাঁর বিরুদ্ধে খেলা অন্যতম কঠিন বিষয়। তবে এক নম্বরকেও পরাজিত করলেন গুকেশ। প্রথম দিন ম্যাগনাস কার্লসেনের পাশাপাশি ডি গুকেশ (D Gukesh) হারিয়েছেন আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানকে। নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের পাশাপাশি বর্তমান বিশ্ব দাবাতে অন্যতম কঠিন প্রতিপক্ষ অ্যারোনিয়ান। তৃতীয় রাউন্ডে অ্যারোনিয়ান কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন গুকেশকে। নিজের বিশপকে বলিদান দিয়ে গুকেশকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। গুকেশ সেন্টার দিয়ে কাউন্টার অ্যাটাকিং মুভ করেন। যার পুরস্কার পান গুকেশ। মাত্র ৩৯ মুভের ম্যাচে তিনি হারিয়ে দেন অ্যারোনিয়ানকে। ব়্যাপিডে আর তিন রাউন্ড বাকি রয়েছে। তার মধ্যে নিশ্চিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবেন।


Arogya Maitri Cube | ৭৫০ কেজি ওজনের গোটা হাসপাতাল এলো উড়ে! হলো চিকিৎসাও! বিশ্বের প্রথম এয়ারলিফ্ট পোর্টেবল হাসপাতাল বানিয়ে তাঁক লাগলো ভারত!
IPL 2024 | আইপিএলে প্লে অফ নিশ্চিত করলো চার দল! কোন দল কার বিরুদ্ধে খেলবে? ফাইনালে কোন দল যাবে জানালেন হরভজন!
আজকের সেরা খবর | লন্ডন থেকে সিঙ্গাপুরগামী বিমানে ‘এয়ার টার্বুল্যান্সের’ কারণে মৃত্যু যাত্রীর! আহত ৩০!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী | Biography of Chandragupta Maurya, the founder of the Maurya Empire
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download