Lok Sabha Election 2024 | নবনির্বাচিত সাংসদদের ৫৪৩ জনের মধ্যে ৪৬.২ শতাংশই অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত!

Friday, June 7 2024, 10:34 am
highlightKey Highlights

নবনির্বাচিত সাংসদদের মধ্যে ৫৪৩ জনের ৪৬.২ শতাংশ সাংসদ অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত। ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ সূত্রে জানা গিয়েছে, লোকসভার নবনির্বাচিত সাংসদদের মধ্যে ২৫১ জনের নাম আগে থেকেই নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের মধ্যে কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, আবার কারও বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ। এডিআর-এর গণনা অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অপরাধের সঙ্গে জড়িত সাংসদদের সংখ্যা ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


তথ্য অনুযায়ী, নবনির্বাচিত সাংসদদের মধ্যে ৫৪৩ জনের ৪৬.২ শতাংশ সাংসদ অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত। ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ সূত্রে জানা গিয়েছে, লোকসভার নবনির্বাচিত সাংসদদের মধ্যে ২৫১ জনের নাম আগে থেকেই নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের মধ্যে কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, আবার কারও বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ। দেখে নেওয়া যাক কোন রাজনৈতিক দলের কতজন সাংসদদের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে-

  • লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টি আসন পেয়েছে বিজেপি। আর এই ২৪০ জন নবনির্বাচিত সাংসদদের মধ্যে ৯৪ জন তাঁদের হলফনামায় জানিয়েছেন যে, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 
  • ৫৪৩টি আসনের মধ্যে কংগ্রেসের নবনির্বাচিত ৯৯ জন সাংসদদের মধ্যে ৪৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। 
  • লোকসভায় ৩৭টি আসন পেয়েছে সমাজবাদী পার্টি। এডিআর-এর গণনানুযায়ী, ৩৭ জনের মধ্যে মোট ২১ জন নবনির্বাচিত সাংসদদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে।
  • ডিএমকে দলের ২২ জন নবনির্বাচিত সাংসদদের মধ্যে ১৩ জনের এবং টিডিপি-র ১৬ জন নবনির্বাচিত সাংসদদের মধ্যে আট জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
  • ৫৪৩টি আসনের মধ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল। ২৯ জনের মধ্যে ১৩ জন নবনির্বাচিত সাংসদদের নাম অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত রয়েছে বলে এডিআর-এর দাবি।
  • জেডিইউ আসন পেয়েছে ১২টি। এই ১২ জন সাংসদের মধ্যে মাত্র দু’জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
  • শিন্ডের শিবসেনা থেকে নবনির্বাচিত ৭জন সাংসদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্মের অভিযোগ দায়ের রয়েছে।
  • ঠাকরের এসএস (উবিটি) থেকে ন’জন নবনির্বাচিত সাংসদদের মধ্যে তিন জনের হলফনামায় ফৌজদারি মামলার উল্লেখ রয়েছে।
  • মহারাষ্ট্রে শরদ পাওয়ারের দল এনসিপি (এসপি)লোকসভায় আটটি আসন পেয়েছে। এডিআর সূত্রে খবর, আট জন নবনির্বাচিত সাংসদের মধ্যে দু’জন সাংসদের হলফনামায় অপরাধমূলক মামলার উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, এডিআর-এর গণনা অনুযায়ী, ২০০৯ সালে লোকসভায় ১৬২ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ৭৬ জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। সেক্ষেত্রে ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত অপরাধের সঙ্গে জড়িত সাংসদদের সংখ্যা ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এডিআর-এর গণনা অনুযায়ী, ৫৪৩ জনের মধ্যে ২৩.৩ শতাংশ নবনির্বাচিত সাংসদ অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ৩.৪ শতাংশ নবনির্বাচিত সাংসদের নাম খুন সংক্রান্ত মামলায় জড়িয়ে রয়েছে। ২৩.৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় নাম জড়িয়ে রয়েছে ১২.৯ শতাংশ নবনির্বাচিত সাংসদের। ৩৭.১ শতাংশ সাংসদ ঘৃণাভাষণের অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ১৭০ জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File