দেশ

Aditya L1 | ফের ইতিহাস গড়লো ইসরো! চন্দ্রযান ৩ এর পর সফলভাবে গন্তব্যস্থলে পৌঁছল আদিত্য এল ১!

Aditya L1 | ফের ইতিহাস গড়লো ইসরো! চন্দ্রযান ৩ এর পর সফলভাবে গন্তব্যস্থলে পৌঁছল আদিত্য এল ১!
Key Highlights

আদিত্য এল ১ পৌঁছে গিয়েছে তার গন্তব্যস্থলে। চন্দ্রযান ৩ এর পর আদিত্য এল ১ গড়লো ইতিহাস। ৬ ই জানুয়ারি, ২০২৪ সাল, শনিবার বিকেল ৪ টে নাগাদ মহাকাশযানটি ‘হ্যালো অরবিট’ কক্ষপথে ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্টে সফল ভাবে পৌঁছেছে।

চাঁদের পর সূর্য ছোঁয়ার স্বপ্ন পূরণ করলো ভারত! সফলভাবে গন্তব্যস্থলে পৌঁছল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর প্রথম সূর্যযান আদিত্য এল১ (Aditya l1)! ৬ ই জানুয়ারি, ২০২৪ সাল, শনিবার বিকেল ৪ টে নাগাদ মহাকাশযানটি ‘হ্যালো অরবিট’ কক্ষপথে ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্টে সফল ভাবে পৌঁছেছে।

চাঁদের পর সূর্য ছোঁয়ার স্বপ্ন পূরণ করলো ভারত! সফলভাবে গন্তব্যস্থলে পৌঁছল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর প্রথম সূর্যযান আদিত্য এল১ (Aditya l1)! ৬ ই জানুয়ারি, ২০২৪ (2024)সাল, শনিবার বিকেল ৪ টে নাগাদ মহাকাশযানটি ‘হ্যালো অরবিট’ কক্ষপথে ল্যাগ্রাঞ্জ-১ পয়েন্টে সফল ভাবে পৌঁছেছে। গন্তব্যস্থলে পৌঁছনোর পরই এই সুখবর ইসরো টুইটার (ISRO Twitter) এর মাধ্যমে সকলকে জানিয়েছে। শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)ও।

চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশনের পর ইসরোর আরও এক বড় সাফল্য আদিত্য এল১। গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন আদিত্য-এল ১ লঞ্চ করেছিল। এই মিশনের লক্ষ্য , সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট (L1)-এর চারপাশে একটি কক্ষপথ থেকে সূর্যকে পরীক্ষা করা, যা পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখ্য, এই পয়েন্ট সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বের মাত্র এক শতাংশ। পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে এই পয়েন্টে।

ইসরো টুইটার (ISRO Twitter) এ সুখবর জানাতেই গোটা দেশ তথা দেশবাসী উচ্চাসিত। আদিত্য এল১-এর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি সোশ্যাল মাধ্যমে লেখেন, আরও একটি কৃতিত্ব পেল ভারত। ভারতের প্রথম সৌর মিশন আদিত্য-এল১ তার নির্দিষ্ট গন্তব্যে সফলভাবে পৌঁছেছে। এপ্রসঙ্গে ইসরোকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

২০২৩ সালের ২রা সেপ্টেম্বর থেকে দীর্ঘ ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১২৬ দিন ভ্রমণ করে ২০২৪ (2024) সালে ৬ই জানুয়ারি অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে আদিত্য এল১ (Aditya l1)। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশনের মতোই ইসরোর সূর্যযানও নানান পরীক্ষা নিরীক্ষা চালাবে। জানা গিয়েছে আগামী ৫ বছরের জন্য সৌরজগৎ নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা চালাবে আদিত্য এল ১। করোনাল হিটিং এবং সৌর বায়ু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা,করোনাল মাস ইজেকশন সম্পর্কে তথ্য জোগাড় করা, এছাড়াও, সূর্যের ভিতরে এবং বাইরের তাপমাত্রার এত পার্থক্য কেন? তাও মূল্যায়ন করবে আদিত্য এল১। সূর্য এবং তার বয়স কত নিয়ে অনুসন্ধান চালাবে সে।

প্রসঙ্গত, সূর্যের এল১ পয়েন্টে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একই থাকে। তবে ইসরো বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আদিত্যকে এল ১ পয়েন্টের চারপাশে হ্যালো অরবিটে স্থাপন করা। জানা গিয়েছে, আদিত্য এল ১ এর ৭ টি পেলোড রয়েছে। এই সাতটি পেলোড সূর্যের বিভিন্ন রহস্য উন্মোচন করবে। সৌরযানটি সাতটি বৈজ্ঞানিক পেলোড দিয়ে তৈরি করা হয়েছে। দেশীয়ভাবে এই পেলোড তৈরি করা হয়েছে। ইলেক্ট্রোম্যাগনেটিক পার্টিকেল এবং ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করে এই পেলোডগুলি বিশেষভাবে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরগুলি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।


Bangladesh । “টিভিতে যা দেখাচ্ছে সবই মিথ্যে, রং চড়ানো!" ভারতীয় চ্যানেল ব্যান করার দাবি করলো বাংলাদেশ
Taj Mahal Bomb Threat | তাজমহলে বোমাতঙ্ক! স্থাপত্য চত্বরে তড়িঘড়ি পৌঁছায় বম্ব স্কোয়াড
Mamata on Bangladesh | বাংলাদেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতার
Champions Trophy | অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটতে চলেছে জট! ঠিক হলো ভারত পাকিস্তান মহারণের দিনক্ষণও
CV Anand Bose । সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করবেন ৬ বিধায়ক, খোদা রাজ্যপাল পড়াবেন নিয়মের পাঠ
Mohun Bagan vs Chennaiyin Fc । সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল চেন্নাইন‌‌ এফসি, কামিন্সের দুর্দান্ত গোলে জয় পেলো মোহনবাগান
IPL Auction 2025 Live | অজি পেসার স্পেনসার জনসনকে ২.৮ কোটি টাকায় কিনলো KKR!