Patna Hospital Shooting | নিউটাউনের পর আনন্দপুর, পাটনা কাণ্ডে বাংলা থেকে গ্রেপ্তার এক মহিলা সহ আরও ৫

Sunday, July 20 2025, 3:35 am
highlightKey Highlights

পাটনা হাসপাতালে গুলিকাণ্ডে কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে ধরা পড়ল আরও পাঁচ অভিযুক্ত।


পাটনায় হাসপাতালে আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে শুয়ে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে গুলি করে পালিয়েছিল মূল শুটার তৌসিফ রাজা ও তার চার সঙ্গী। ইতিমধ্যেই নিউটাউনের সাপুরজি থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে পাওয়া গাড়ির সূত্র ধরে এবার আনন্দপুর থেকে এক মহিলা সহ আরও ৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। সব মিলিয়ে এই কেসে এখনও পর্যন্ত ১১ জনকে আটক করা হল। অভিযুক্তদের বিহার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁদের জেরা করছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File