আন্তর্জাতিক

Electricity Supply: বাংলাদেশেও এবার বিদ্যুৎ রফতানি করবে আদানি গ্রুপ

Electricity Supply: বাংলাদেশেও এবার বিদ্যুৎ রফতানি করবে আদানি গ্রুপ
Key Highlights

বিদ্যুৎ সংকট মেটানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

সূত্রের খবর, আদানি গ্রুপ বাংলাদেশের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে। রফতানি করার জন্য ঝাড়খণ্ডে একটি বিদ্যুৎকেন্দ্র করেছে আদানি গ্রুপ। সেখানের একটি ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে সেপ্টেম্বরের শেষ দিকে। ওই বিদ্যুৎ পাঠানো হবে ওপার বাংলায়।

অর্থাৎ, সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের বিদ্যুৎ সংকট মিটতে পারে। কারণ সেপ্টেম্বর মাস থেকেই বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু করতে পারে আদানি গ্রুপ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (PGCB) জানিয়েছে, ইতিমধ্যেই ওই বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে একটি গ্রিড লাইন যুক্ত করা হয়েছে বাংলাদেশের সঙ্গে। এই লাইনে বিদ্যুৎ সরবরাহ করার কাজের পরীক্ষাও সফলভাবে হয়েছে।

তাছাড়াও ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। আদানিদের কাছে বিদ্যুৎ নেওয়া শুরু হলে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াবে মোট ১৯৬০ মেগাওয়াটে। আদানিদের ওই কেন্দ্রে ১৪৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানা গিয়েছে। এই বিদ্যুৎ পুরোটাই রফতানি করা হবে বাংলাদেশে। সেইকাজ করা হলে বাংলাদেশ মোট ২৬৫৫ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে।

বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের চরম সংকট চলছে। ওপার বাংলায় জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। বাংলাদেশে ডিজেল পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে সরকার। দৈনিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমিয়ে ফেলেছে তারা। তারপর থেকেই শুরু হয়েছে লোডশেডিং।

আমরা নিয়মিত আদানিদের সঙ্গে যোগাযোগ রাখছি। বাকি কাজগুলোও কিভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।

বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা শাখা পাওয়ার সেলের ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ হোসেন 

এমনকি বিদ্যুৎ বাঁচাতে কমানো হয়েছে সরকারি অফিসের কাজের সময়ও। সপ্তাহে দু’দিন স্কুল বন্ধ রাখা হচ্ছে। ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখন তিন ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন থাকছে। যদিও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, এই সমস্যা বেশি দিন থাকবে না। সমস্যা মেটানোর জন্য একাধিক পরিকল্পনা করছে শেখ হাসিনার সরকার।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সলমন এফ রহমান জানান, আদানিদের দু’টি সাবস্টেশনের নির্মাণকাজ শেষ হলে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে বাংলাদেশে। ডিসেম্বরের মধ্যে তাদের দুটি ইউনিট থেকে মোট ১৪৯৫ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। এই বিদ্যুৎ আমদানি শুরু হলেই বাংলাদেশে এখন যে সমস্যা আছে তা অনেকটাই কমে যাবে। এর পরে, ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলিতে উৎপাদন বন্ধ করে দিতে পারে বাংলাদেশ।


Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
Gandhi Jayanti | 'জাতি ও অহিংসার জনক'! গান্ধীজির শ্রদ্ধার্ঘ্যে একই দিন পালন 'আন্তর্জাতিক অহিংসা দিবস'!
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali