ব্যক্তিগত কারণে রানি রাসমণি সিরিয়ালের 'জগদম্বা'র ভূমিকায় আর দেখা যাবে না রোশনি ভট্টাচার্যকে

Monday, November 22 2021, 11:08 am
highlightKey Highlights

কয়েক বছর ধরে বাংলার প্রতিটি ঘরে 'জগদম্বা' নামেই জনপ্রিয়তা পেয়ে আসছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। তবে জানা যাচ্ছে তাঁকে আর এই চরিত্রে দেখতে পাবেন না দর্শকরা।


ধারাবাহিকের প্রতিটি চরিত্র দর্শকদের খুব কাছের হয়ে ওঠে। তেমনই জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রাণী রাসমণি র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হল জগদম্বা ওরফে রোশনি ভট্টাচার্য। তবে জানা যাচ্ছে দর্শকরা আর তাঁকে এই রূপে দেখতে পাবেন না! 

রোশনি ভট্টাচার্যকে আর দেখা যাবে না জগদম্বা'র ভূমিকায়

জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণির প্রায় প্রত্যেক চরিত্র দর্শকদের খুব কাছের। এই সিরিয়ালে এতদিন জগদম্বা'র চরিত্রে দেখা গেছে রোশনি ভট্টাচার্যকে। কিন্তু এ বার সেই পরিচিতি থেকে নিজেকে সরিয়ে নিলেন রোশনি। গত বুধবার এই ধারাবহিকের শেষ শট দিলেন তিনি। 

Trending Updates
জগদম্বা'র চরিত্রে অভিনেত্রী রোশনি ভট্টাচার্য
জগদম্বা'র চরিত্রে অভিনেত্রী রোশনি ভট্টাচার্য

অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতির ঘোষণা করলেন রোশনি

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন রোশনি। দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'Changes shape us, make us wiser and help us grow. Joining Rani Rashmoni in 2019 was one of those decisions which changed so many things for good. JAGADAMBA is one of the toughest character I have portrayed till date. For 2 and half years Jagadamba has been an emotion for me. We actors sometimes take cue from our reality to portray that on reel but this show helped me grow as an actor and Human! Today I gave my last shot. Went around the studio set and saw flashes of memories at every corner. “Jaggu”! Will miss all the faces who called me that, all the sweets I used to steal, the make up room magic and the bond shared! Thank you all for the immense support, love and adoration. It is time for me to bid adieu to Jagadamba for personal reasons. See you guys soon, in a different look at a different set in a whole new way! Till then. Peace out.'

জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চলেছেন রোশনি

 গত মাসে আইনি বিয়ে সেরে ফেলেন দীর্ঘ দিনের বন্ধু তূর্য সেনের সঙ্গে। সেই অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে আগামী ১৩ ডিসেম্বর রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সকলের প্রিয় জগদম্বা। এ বার সামাজিক বিয়েতে ইন্ডাস্ট্রির সদস্যরাও নিমন্ত্রিত থাকবে। সকলের আশীর্বাদ নিয়ে নতুন পথ চলা শুরু করতে চান অভিনেত্রী।

দীর্ঘ দিনের বন্ধু তূর্য সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রোশনি
দীর্ঘ দিনের বন্ধু তূর্য সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রোশনি



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File