হাসপাতাল থেকে ছুটি পেলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, পরামর্শ দেওয়া হয় গলব্লাডার স্টোনের অস্ত্রোপচারের

Wednesday, May 4 2022, 3:24 pm
highlightKey Highlights

রক্তে শর্করা বৃদ্ধি ছাড়াও অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের গলব্লাডারে পাথরের অস্তিত্ব পাওয়া গেছে। তাঁকে শীঘ্রই অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।


ছ’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে ছাড়া পেলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ায় তাঁকে গত সপ্তাহে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ছাড়াও অনেকদিন ধরেই বর্ষীয়ান অভিনেত্রী রক্তাল্পতায় ভুগছিলেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘চারুলতা’, মাধবী মুখোপাধ্যায়ের গলব্লাডারে অস্তিত্ব রয়েছে পাথরের


হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, প্রথম দিকে অভিনেত্রীর রক্তে শর্করার পরিমাণ ছিল ২৫০-র কাছাকাছি। বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর গলব্লাডারে পাথরের অস্তিত্ব ধরা পড়ে। সে কারণে তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Trending Updates

এতদিন হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ বিশ্বজিৎ ঘোষদস্তিদারের তত্ত্বাবধানে ছিলেন মাধবী। এ ছাড়াও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণেও ছিলেন অভিনেত্রী। আপাতত সুষম খাদ্যাভ্যাস এবং রক্তে শর্করার পরিমাণ যথাযথ রাখতে নিয়ন্ত্রিত ও পরিমাণ মতো খাওয়াদাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File