আবহাওয়া

West Bengal Weather | শুক্রবার থেকে বদল দক্ষিণবঙ্গের আবহাওয়া! সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ!

West Bengal Weather | শুক্রবার থেকে বদল দক্ষিণবঙ্গের আবহাওয়া! সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বাড়বে বৃষ্টি।

ভাপসা গরম, ঘামে বর্তমানে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপের রুপ নিতে পারে খবর হওয়া দফতরের। শনিবার থেকে গোটা বঙ্গেই বাড়বে বৃষ্টি।

পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।    হওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত ভাপস গরম থাকবে তবে থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনাও। শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির হালকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে আবহাওয়া বদল হতে পারে। শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার তা নিম্নচাপ পরিণত হবে। এরপর এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে এবং আরও শক্তি বৃদ্ধি করবে। 

আগামীকাল, শুক্রবার থেকে আবহাওয়া খানিক পরিবর্তন হবে শহর কলকাতাতেও। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, বর্তমানে কলকাতায় রাতের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে থাকছে। কলকাতায় আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের পর থেকে। রবিবার থেকে বিশেষত উত্তরে হওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

প্রসঙ্গত, সামনেই পুজো। এখন উইকেন্ড মানেই পুজোর শপিং। তবে চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস। ফলে সকলেরই প্রশ্ন পুজোতেও কি বৃষ্টি হবে? কবেই বা বিদায় নেবে বর্ষা? আবহাওয়া দফতর এই প্রসঙ্গে জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় রেখা বর্তমানে যোধপুর ও বার্মা পর্যন্ত বিস্তৃত। উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতের আরও কয়েকটি রাজ্য থেকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বিদায় নেবে বর্ষা। তবে বঙ্গে দেরিতে বর্ষা প্রবেশ করায় তা বিদায় নেবে দেরিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে।


Thailand-Cambodia | থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধপরিস্থিতি, সেদেশের ভারতীয়দের সতর্ক করলো ইন্ডিয়ান এমব্যাসি
Dhoni-Messi | ডিসেম্বরে ইডেনে আসছেন মেসি, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ী ধোনির খেলা দেখবেন তিনি
UGC NET 2025 | UGC-NETএ বাজিমাত দুই বঙ্গ তনয়ার! শীর্ষস্থান পেলেন কাটোয়ার নিলুফা ও মধ্যমগ্রামের রিক্তা!
Burnpur Bridge Collapsed | ভেঙে পড়ল দামোদর নদ থেকে জল তোলার পাইপ-সহ গোটা লোহার ব্রিজ!
Humayun Kabir | ছাব্বিশের নির্বাচনের আগেই তৃণমূলে ভাঙন! নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের!
Ahmedabad Plane Crash | জ্বালানি সুইচ বন্ধ হলো কিভাবে? বিমানের লেজই কি 'কালপ্রিট'? নতুন করে শুরু তদন্ত
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali