আবহাওয়া

West Bengal Weather | আগামী দু'দিনে বাড়বে তাপমাত্রার পারদ! রাতের দিকে বজায় থাকবে শীতের আমেজ! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather | আগামী দু'দিনে বাড়বে তাপমাত্রার পারদ! রাতের দিকে বজায় থাকবে শীতের আমেজ! সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা উত্থান-পতন লেগেই থাকবে। সকালে বজায় থাকবেই কুয়াশা। রাতে বজায় থাকবে শীতের আমেজ।

৭ তারিখ থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। এদিকে আবার ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-র পাশাপাশি একই দিনে পড়েছে সরস্বতী পুজো। ফলে ছাত্র-ছাত্রী,  প্রেমিক-প্রেমিকাদের উৎসাহ সীমাহীন। কমবেশি সকলের সেদিন বাইরে  বেরোনোর প্ল্যান। ফলে নজর রাখতেই হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর দিকে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) সূত্রে খবর, ১৪ই ফেব্রুয়ারি বাড়বে তাপমাত্রা। এমনকি ২০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রার পারদ। তবে রাতের দিকে অনুভূত হবে শীতের আমেজ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ শনিবার পর্যন্ত নিম্নমুখী তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে কুয়াশায় মুড়বে পথঘাট। রবিবারও দিনভর বজায় থাকবে শীতের আমেজ। কিন্তু সোমবার থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। মঙ্গলবার মেঘলা থাকতে পারে আকাশ। বুধবার তাপমাত্রা ছুঁতে পারে ২০ ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এদিকে কলকাতার সর্বোচ্চ আবহাওয়া ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যাবে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, উত্তরের কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও বৃষ্টি হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। পাহাড়ে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। এদিকে শুক্রবার এবং শনিবার রাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়  হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

 এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উত্তর-পশ্চিমী বায়ু ঢুকছে। তাই বাংলার পারদ নামবে। এই আবহে আগামী ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা উত্থান-পতন লেগেই থাকবে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। কখনও তাপমাত্রা বাড়বে। আবার কখনও তাপমাত্রা কমবে। ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা বজায় থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোথাও বৃষ্টি হবে না। রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামবে। শীতের শেষ লগ্নে তাই কিছুটা ঠান্ডা পড়তে পারে। তবে আগামী দু'দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।

১০ই ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। এরপর ১১ই এবং ১২ই ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন পারদ ফের কিছুটা বেড়ে যথাক্রমে ১৭ এবং ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এরপর ১৩ তারিখ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসেই থাকবে। এরপর ১৪ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এই ক'দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে ১৪ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছুঁতে পারে।

অন্যদিকে, শুক্রবার অরুণাচলপ্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ওড়িশায় বৃষ্টি হতে পারে রবি ও সোমবার। আগামী সপ্তাহে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। যার ফলে শনি থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে। সোমবার থেকে বুধবার বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে। দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
PM Narendra Modi | সেনার অনুষ্ঠানে যোগ দিতে শহরে প্রধানমন্ত্রী, গাড়ি থেকে হাত নেড়ে জনসংযোগ নরেন্দ্র মোদির
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo