বিচ্ছেদের পরও আজাদের ফুটবল ম্যাচে একসঙ্গে হাজির আমির-কিরণ

Sunday, November 28 2021, 2:56 pm
highlightKey Highlights

গত শনিবার আজাদের ফুটবল ম্যাচে অভিভাবক হিসেবে হাজির ছিলেন আমির খান এবং কিরণ রাও। তাঁরা কথা দিয়েছিলেন ছেলের জন্য যে কোনও সময় একে অপরের সাথে থাকবেন।


কয়েক মাস আগেই বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদ নিয়েছেন আমির খান এবং কিরণ রাও। তারা বিচ্ছেদের পরও জানিয়েছিলেন তাদের বন্ধুত্ব একই রকম থাকবে। এবার প্রকাশ্যে সে কথা রাখলেন এই প্রাক্তন দম্পতি। সত্যিই তারা এখনও পর্যন্ত বজায় রেখেছেন তাদের বন্ধুত্ব। 

পুত্রের জন্য ফের একসঙ্গে আমির-কিরণ

শনিবার আজাদের ফুটবল ম্যাচে বাবা, মা হিসেবে হাজির ছিলেন আমির এবং কিরণ। সম্পর্কের বিচ্ছেদ হলেও কর্তব্যে গাফিলতি করেন না এই সেলিব্রিটি দম্পতি আর তাই জন্যই আজাদের যেকোনো প্রয়োজনে একসঙ্গে হাজির হয়ে যান তাঁরা। এ দিনও তার ব্যতিক্রম হয়নি।

Trending Updates
আমির এবং কিরণের সঙ্গে আজাদ
আমির এবং কিরণের সঙ্গে আজাদ

তৃতীয় বিয়ের গুঞ্জন

আগামী এপ্রিল মাসে আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে। বলিউডে গুঞ্জন ছড়িয়েছে যে, পরবর্তী ছবি রিলিজের পরই নাকি তৃতীয় বিয়ে করবেন অভিনেতা। যদিও এ খবর সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি আমির খান। 

আমির খান-কিরণ রাও
আমির খান-কিরণ রাও

কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণ  

দাম্পত্য বিচ্ছেদের কারণ নিয়ে সরাসরি মুখ খোলেননি আমির-কিরণ। তবে শোনা যাচ্ছে দঙ্গল অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের সম্পর্কের জেরেই এই বিচ্ছেদ। যদিও এ খবরের সত্যতা স্বীকার করেননি তাঁরা। তবে আমির এ বার ফতিমাকে বিয়ে করেন কি না, তা নিয়েই নানা মহলে শুরু হয়েছে জল্পনা।

অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমির খান, অন্যদিকে কিরণ-আমির
অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে আমির খান, অন্যদিকে কিরণ-আমির

বিগত বেশ কিছুদিন ধরেই বলিউডে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আলোচনা চলছে। ইন্ডাস্ট্রির এক বড় অংশ মনে করছেন যে এই ছবিটি বলি ইন্ডাস্ট্রিতে এক মাইলস্টোন হয়ে থাকবে। ‘লাল সিং চাড্ডা’য় আমির খানের সঙ্গে অভিনয় করেছেন করিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্যের মতো শিল্পীরা। হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি রিমেক তৈরির জন্য বহুদিন ধরেই পরিশ্রম করছেন আমির। তাঁর এই জার্নিতে সঙ্গী  ছিলেন কিরণও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File