দক্ষিণ দিনাজপুর

AAP in WB: দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে AAP

AAP in WB: দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে AAP
Key Highlights

দিল্লির শিক্ষা ব্যবস্থা, ২০০-র কম ইউনিট হলে বিদ্যুৎ বিল মকুব, ফরিস্তা প্রকল্প, মহল্লা ডাক্তারখানা ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করে প্রচার শুরু করল আম আদমি পার্টি।

দিল্লির আদলে দক্ষিণ দিনাজপুর জেলায় বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে আম আদমি পার্টির (AAP) পক্ষে প্রচার চালাচ্ছেন দলের কর্মীরা। উল্লেখ্য আম আদমি পার্টি পঞ্চায়েত নির্বাচনে লড়ার সবুজ সংকেত না পেয়েও কাজ চালিয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা শাখা। দেড় বছর আগে জেলা কমিটি গঠন করে এই জেলায় সাংগঠনিক কাজ শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের দল। এরপর চলে তাঁবু-বাজার অভিযান। শুধুই পোস্টারিং নয়, তার পাশাপাশি দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছেন।

বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় দলের সদস্য সংখ্যা আড়াই হাজারের বেশি। প্রসঙ্গত, AAP-এর দক্ষিণ দিনাজপুর শাখা ইতিমধ্যেই কুশমন্ডি ব্লকে একটি অফিস খুলেছে। তাদের পরবর্তী পরিকল্পনা হল হরিরামপুর ব্লকের কয়েকটি গ্রামে প্রার্থী দেওয়া। এই দুই ব্লক ছাড়াও বালুরঘাট ব্লকের কয়েকটি বুথে প্রচার চালাচ্ছেন দলের নেতা-কর্মীরা। সেখানে তারা দিল্লির ইউপি সরকারের মডেলে জোরালো প্রচারণা চালাচ্ছেন। 

দিল্লির সরকারি স্কুলে বিনামূল্যে, কিছু বেসরকারি স্কুলে অল্প পয়সায় ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করেছে আপ সরকার। এছাড়া নিদিষ্ট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। মানুষের চিকিৎসার প্রয়োজনে প্রতি পাড়ায় বিনামূল্যে ডাক্তারখানা করা হয়েছে। যা ‘মহল্লা ডাক্তারখানা’ নামে পরিচিত। রাস্তায় রাস্তায় অসহায় মানুষের সহায়তায় ‘ফরিস্তা প্রকল্প’ করেছে আমাদের সরকার। এইসব প্রকল্পের কথাই জেলার মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।

AAP পার্টির জেলা সভাপতি মৃত্যুঞ্জয় বসাক


Pulwama Attack | AMAZON থেকে বিস্ফোরক কিনেছিলো পাক জঙ্গিরা! পুলওয়ামা-গোরক্ষপুর মন্দিরে জঙ্গি হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য!
Bharat Bandh | আগামীকাল দেশজুড়ে ধর্মঘট! কর্মবিরতিতে অংশ ২৫ কোটির বেশি শ্রমিক!
Durand Cup | উদ্বোধনী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মহামেডান! প্রকাশ হলো ডুরান্ড কাপের সূচি!
Weather Update | খেল দেখাবে নিম্নচাপ, রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা! তবে বুধবার থেকে দাপট কমবে বৃষ্টির!
E20 | এবার চাল দিয়ে চলবে গাড়ি! ৫.২ মিলিয়ন মেট্রিক টন চাল বরাদ্দ করছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo