UIDAI Gov | আধার কার্ড কি বাতিল হচ্ছে? নাকি তৈরী হয়েছে বিভ্রান্তি? আধার নিষ্ক্রিয়তা নিয়ে এবার বিবৃতি দিল UIDAI! জানুন অভিযোগ জানাবেন কীভাবে?

Monday, February 19 2024, 1:29 pm
highlightKey Highlights

দেশের নাগরিকদের কারও আধার বাতিল করা হয়নি। আধার কার্ড নিষ্ক্রিয়তা নিয়েই বিভ্রান্তি দূর করতে এমনটাই জানালো UIDAI। পাশাপাশি জানালো কীভাবে করতে হবে অভিযোগ।


  আধার কার্ড নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত।  সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের আধার নিষ্ক্রিয় হওয়ার খবর সামনে এসেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ার মতো জায়দায় আধার বাতিল হয়েছে বেশ কিছু মানুষের। এই আবহে আধার আতঙ্ক ক্রমেই গ্রাস করছে বাংলার সাধারণ মানুষকে। এদিকে আবার এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে তর্ক-বিতর্ক। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের লক্ষ্যেই এ সব করা হয়েছে। অন্যদিকে পাল্টা বিজেপির নেতাদের দাবি, আধার নিষ্ক্রিয় হওয়ার ঘটনা সম্পর্কে জানান, সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির জন্যই সবটা হয়েছে। রাজনৈতিক ঝামেলার মধ্যে দিশেহারা অবস্থা হয়ে উঠেছে আম জনতার। তবে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতেই এবার মুখ খুললো  ইউআইডিএআই গভ (UIDAI Gov)। আধার কার্ড সত্যিই বাতিল হবে কি না, কীভাবে কোনও অভিযোগ জানাতে পারবেন গ্রাহক তা জানিয়ে দিলো ইউআইডিএআই গভ ইন আধার (UIDAI Gov in Aadhaar)।

আধার কী বাতিল হবে?

দেশের নাগরিকদের কারও আধার বাতিল করা হয়নি। আধার কর্তৃপক্ষ বা আধার ইউআইডিএআই গভ ইন (Aadhaar UIDAI Gov in) সোমবার এই তথ্য জানিয়েছে। আধার ইউআইডিএআই গভ ইন (Aadhaar UIDAI Gov in) এর তরফে একটি বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে, আধার, সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয় পত্র। অসংখ্য ভর্তুকি, সুবিধা এবং পরিষেবাগুলি পেতে ব্যবহৃত হয় এই আধার কার্ড। সেকথা বিবেচনা করেই, আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে, তার জন্য, ইউআইডিএআই নথি এবং আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। আধার ডেটাবেস আপডেট রাখার জন্য গৃহীত কার্যক্রমের মধ্যে, আধার নম্বর ধারকদের কাছে সময়ে সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। এই প্রসঙ্গে, একথা স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে, কোনও আধার নম্বর বাতিল করা হয়নি। যদি কোনও আধার নম্বর ধারকের এই বিষয়ে কোনও অভিযোগ থাকে তবে তারা ইউআইডিএআই পোর্টাল (UIDAI Portal) এ গিয়ে তাদের অভিযোগ বা প্রতিক্রিয়া জমা দিতে পারেন ।

আধার সংক্রান্ত অভিযোগ জানাতে ক্লিক করুন ইউআইডিএআই পোর্টাল (UIDAI Portal) এর এই লিঙ্কে - https://uidai.gov.in/en/contact-support/feedback.html%E0%A7%B7

এছাড়াও, আধার নিষ্ক্রিয়তার চিঠি পেলে আপাতত ইউআইডিএআই-এর টোল ফ্রি ফোন নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই আবহে নিষ্ক্রিয় আধার কার্ড পুনরায় সক্রিয় করতে টোল ফ্রি নম্বরে ফোন করে যাবতীয় সমস্যার কথা জানাতে পারেন ভুক্তভোগীরা। এছাড়া বাড়ির সামনে আধার সংশোধন কেন্দ্র বা এনরোলমেন্ট কেন্দ্র থাকলে সেখানে গিয়ে আধারের তথ্য আপডেট করে নিতে পারেন।

 টোল ফ্রি নম্বরটি হল - ১৯৪৭।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার নিষ্ক্রিয়তার খবর আসতে থাকে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনকাটি পঞ্চায়েতের বেশ কয়েকজনের আধার নিষ্ক্রিয় হয়েছে বলে দাবি করা হয়। ওদিকে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের আধার কার্ড বাতিল হয়েছে বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিধিপতা, গোবিন্দপুর, টুঙ্গী, কাদিপুর সহ বিভিন্ন গ্রামে আধার নিষ্ক্রিয়তার চিঠি গিয়ে পৌঁছেছে। অন্য এক রিপোর্টে দাবি করা হল, পূর্ব বর্ধমানের অনেক গ্রামের লোকজন আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ গ্রহণ করতেই অস্বীকার করছেন। রিপোর্ট অনুযায়ী, আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশ নিয়ে শনিবার ডাককর্মীরা গিয়েছিলে পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু গ্রামে। এর আগেও জামালপুরের অনেককে আধার নিষ্ক্রিয়তার চিঠি ধরানো হয়েছিল। তবে শনিবার ডাককর্মীরা এই একই ধরনের চিঠি নিয়ে গেলে অধিকাংশ প্রাপকরা তা নিতে অস্বীকার করেন বলে জানা গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শনিবার জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের নুরি, তেলি, কলিপুকুর এবং আবুঝহাটি ১ পঞ্চায়েতের জুতিহাটি, কেউতাড়া, ঝাপানডাঙা গ্রামে আধার নিষ্ক্রিয়তার নোটিশ পাঠানো হয়েছিল বেশ কয়েকজনকে। এরই মধ্যে আধার বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারেননি কাঁকসার কলেজ ছাত্রী।

আধার বাতিল নিয়ে জলঘোলা পরিস্থিতিরও সৃষ্ট হয় রাজনৈতিক মহলে। আধার বাতিল নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে লাগাতার কেন্দ্রর উদ্দেশে আক্রমণ শানিয়ে বলেছেন, রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড দেওয়া হবে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, বিজেপি শিবির জানিয়েছে, আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দফতরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে। এই আবহেই জন সাধারণের বিভ্রান্তি দূর করতে ইউআইডিএআই গভ (UIDAI Gov) জানিয়ে দিল, কোনও আধার কার্ড বাতিল হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File