আন্তর্জাতিক

পরমাণু অস্ত্রের নথির সন্ধানে ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালায় এফবিআই, দাবি রিপোর্টের

পরমাণু অস্ত্রের নথির সন্ধানে ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালায় এফবিআই, দাবি রিপোর্টের
Key Highlights

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার আবাসনে তল্লাশি চালায় আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই।

পরমাণু অস্ত্র সংক্রান্ত নথির সন্ধানে এই তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এফবিআই আদৌ পরমাণু অস্ত্র সংক্রান্ত কোনও নথি ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করতে পেরেছে কি না, এই বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একাধিক নথি পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার বিচার বিভাগের তরফে ট্রাম্পের বাড়ির তল্লাশির অনুমোদন প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িতে তল্লাশির পরেই ট্রাম্প অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এহেন অভিযোগের পরেই বিচার বিভাগের তরফে তল্লাশির অনুমোদন প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়। এই অনুমোদন প্রকাশ্যে আসার পরেই মার্কিন নাগরিকরা জানতে পারবেন, কেন ট্রাম্পের বাড়িতে এফবিআই তল্লাশি চালিয়েছিল। এফবিআইয়ের এই তল্লাশি অভিযানের পরেই সমালোচনার মুখে পড়েন বাইডেন প্রশাসন।

২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যান। এরপরেই তাঁকে হোয়াইট হাউস ছাড়তে হয়। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, সেই সময় তিনি অন্তত ১৫টি বাক্স নথি নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন। যার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। সেই নথির সন্ধানে এফবিআই তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। ফ্লোরিডা যেখানে ট্রাম্পের ব্যক্তিগত অফিস ও আবাসন রয়েছে, সেখানেই এফবিআই তল্লাশি চালিয়েছে। জানা গিয়েছে, তল্লাশির সময় ট্রাম্প ফ্লোরিডাতে ছিলেন না।

এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, তিনি ব্যক্তিগতভাবে এই অনুসন্ধানের অনুমতি দিয়েছিলেন। ট্রাম্পের বাড়ি ও অফিস থেকে যে সব নথি বাজেয়াপ্ত করা হয়েছে, তা প্রকাশ্যে আনার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিচার বিভাগের তরফে জনস্বার্থ ও পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে তল্লাশির অনুমোদনটি প্রকাশ্যে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, ট্রাম্পের বাড়ি ও অফিস তল্লাশি করে এফবিআই ১০ বাক্স নথি উদ্ধার করেছে।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, প্রাক্তন প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি অভিযানে একাধিক জায়গায় সমালোচনা শুরু হয়েছে। আমেরিকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। খুব শীঘ্রই ট্রাম্পের বাড়ি ও অফিস থেকে উদ্ধার ১০ বাক্স নথি প্রকাশ্যে আনা হবে। সেই সময় সাধারণ মানুষ বুঝতে পারবেন, গত ছয় বছর ধরে ডেমোক্র্যাটদের ওপর হামলার জন্য কী ধরনের নৃশংস পরিকল্পনা করা হয়েছে। তবে পরমাণু অস্ত্র নিয়ে কোনও তথ্য ট্রাম্পের বাড়ি ও অফিস তল্লাশির সময় উদ্ধার করা হয়েছে কি না, তা জানা যায়নি।


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo