Tesla Bug | টেসলার টাচস্ক্রিনে সমস্যা! ত্রুটি ধরলো চীনের খুদে! কী জবাব দিলেন টেসলার মালিক ইলন মাস্ক?

Thursday, July 4 2024, 1:30 pm
highlightKey Highlights

টেসলা গাড়ির 'ত্রুটি' ধরলো এক ছোট্ট মেয়ে।আবার গাড়ির এই সমস্যার কথা সে জানিয়েছে খোদ টেসলার মালিক ইলন মাস্ককে!


টেসলা গাড়ির 'ত্রুটি' ধরলো এক ছোট্ট মেয়ে।আবার গাড়ির এই সমস্যার কথা সে জানিয়েছে খোদ টেসলার মালিক ইলন মাস্ককে! সম্প্রতি চীনের বাসিন্দা,ছোট্ট মলি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, টেসলার টাচস্ক্রিনে যখনই সে আঁকে তা মাঝের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এরপরই উদাহরণ দেখিয়ে ইলন মাস্ককে সেই ত্রুটি ঠিক করার আবেদনও জানায় মলি। এই ভিডিওটা X হ্যান্ডেলে শেয়ার করেন @DriveGreen80167। এরপরই সেই ভিডিওটি শেয়ার করে টেসলা মালিক ইলন মাস্ক উত্তর দেন, 'নিশ্চই'!

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File