আন্তর্জাতিক

ধূমপান করে সময় নষ্ট করায় সরকারি কর্মচারীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা!

ধূমপান করে সময় নষ্ট করায় সরকারি কর্মচারীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা!
Key Highlights

১৪ বছর ধরে এক সরকারী কর্মচারী মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। এরফলে‘শাস্তি’ হিসাবে তাঁকে ১৩ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি করও কাটল সরকারি সংস্থা।

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। কথায় আছে "ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর"। তবে এবার পুরো ঘটনাটি যদি আপনি জানেন, তাহলে বলবেন "ধূমপান পেশার জন্য ক্ষতিকর"। অফিসে গিয়ে কাজের ফাঁকে ধূমপান করে ‘শাস্তি’ পেলেন এক ব্যক্তি। গত ১৪ বছর ধরে এক ব্যক্তি মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। আর তার জেরেই ‘শাস্তি’ হিসাবে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করল সরকারি সংস্থা। শুধু জরিমানাই নয়, তাঁর প্রাপ্ত বেতন থেকে করও কেটে নেওয়া হয়েছে।

শুনে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে জাপানের ওসাকায়। ‘দ্য স্ট্রেট টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওসাকায় একটি সরকারি অফিসে কাজের ফাঁকে ফাঁকে ধূমপান করতেন এক ব্যক্তি তাঁর দুই সঙ্গীকে নিয়ে, আর সেই খবর সেই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। তখন অফিসের এইচআর ঐ তিন জনকে ডেকে বারংবার কড়া সতর্কতা জারি করা হয়, যে এর পরেও যদি তারা ধূমপান না ছাড়ে, তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু তার পরেও ওই তিন জন লুকিয়ে ধূমপান চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু, তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। সেখানেও তাঁরা মিথ্যা কথা বলেন। কিন্তু এবার হাতেনাতে ধরা পড়তেই ‘শাস্তি’র ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। ডিরেক্টর পদমর্যাদার ওই কর্মীকে ‘লোকাল পাবলিক সার্ভিস অ্যাক্ট’-এ ‘কর্তব্যে নিষ্ঠার অভাব’-এর অভিযোগ এনে জরিমানা করা হয়েছে (Local Public Service Act)। তাঁর বেতন থেকে ১.৪৪ মিলিয়ন ইয়েন (১৪,৭০০ ডলার), যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বেতন কাটা হয়েছে। ছ’মাস বেতন থেকে কেটে নেওয়া হয়েছে ১০ শতাংশ করও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০০৮ সালে জাপানের ওসাকায় চালু হওয়া 'ধূমপান' সংক্রান্ত একটি আইনে বলা হয়েছে, সরকারি অফিস বা অফিস চত্বরে বা সরকারি কোনও সংস্থায় কোনও ভাবেই ধূমপান করা যাবে না।


Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!
Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Operation Mahadev | 'অপারেশন মহাদেবে' নিকেশ পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী মুসা! কীভাবে খোঁজ পেলো সেনা?
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
Dilip Ghosh | সোশ্যাল মিডিয়ায় কুৎসা, তদন্তের আর্জি জানিয়ে লালবাজারে দিলীপ ঘোষ
Rahul Purkayastha | প্রয়াত হলেন উদ্বাস্তু কলোনির সংগ্রামী রোজনামচার কবি 'রাহুল পুরকায়স্থ'