আন্তর্জাতিক

ধূমপান করে সময় নষ্ট করায় সরকারি কর্মচারীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা!

ধূমপান করে সময় নষ্ট করায় সরকারি কর্মচারীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা!
Key Highlights

১৪ বছর ধরে এক সরকারী কর্মচারী মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। এরফলে‘শাস্তি’ হিসাবে তাঁকে ১৩ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি করও কাটল সরকারি সংস্থা।

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। কথায় আছে "ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর"। তবে এবার পুরো ঘটনাটি যদি আপনি জানেন, তাহলে বলবেন "ধূমপান পেশার জন্য ক্ষতিকর"। অফিসে গিয়ে কাজের ফাঁকে ধূমপান করে ‘শাস্তি’ পেলেন এক ব্যক্তি। গত ১৪ বছর ধরে এক ব্যক্তি মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। আর তার জেরেই ‘শাস্তি’ হিসাবে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করল সরকারি সংস্থা। শুধু জরিমানাই নয়, তাঁর প্রাপ্ত বেতন থেকে করও কেটে নেওয়া হয়েছে।

শুনে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে জাপানের ওসাকায়। ‘দ্য স্ট্রেট টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওসাকায় একটি সরকারি অফিসে কাজের ফাঁকে ফাঁকে ধূমপান করতেন এক ব্যক্তি তাঁর দুই সঙ্গীকে নিয়ে, আর সেই খবর সেই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। তখন অফিসের এইচআর ঐ তিন জনকে ডেকে বারংবার কড়া সতর্কতা জারি করা হয়, যে এর পরেও যদি তারা ধূমপান না ছাড়ে, তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু তার পরেও ওই তিন জন লুকিয়ে ধূমপান চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু, তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। সেখানেও তাঁরা মিথ্যা কথা বলেন। কিন্তু এবার হাতেনাতে ধরা পড়তেই ‘শাস্তি’র ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। ডিরেক্টর পদমর্যাদার ওই কর্মীকে ‘লোকাল পাবলিক সার্ভিস অ্যাক্ট’-এ ‘কর্তব্যে নিষ্ঠার অভাব’-এর অভিযোগ এনে জরিমানা করা হয়েছে (Local Public Service Act)। তাঁর বেতন থেকে ১.৪৪ মিলিয়ন ইয়েন (১৪,৭০০ ডলার), যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বেতন কাটা হয়েছে। ছ’মাস বেতন থেকে কেটে নেওয়া হয়েছে ১০ শতাংশ করও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০০৮ সালে জাপানের ওসাকায় চালু হওয়া 'ধূমপান' সংক্রান্ত একটি আইনে বলা হয়েছে, সরকারি অফিস বা অফিস চত্বরে বা সরকারি কোনও সংস্থায় কোনও ভাবেই ধূমপান করা যাবে না।


West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo