আন্তর্জাতিক

ধূমপান করে সময় নষ্ট করায় সরকারি কর্মচারীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা!

ধূমপান করে সময় নষ্ট করায় সরকারি কর্মচারীকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা!
Key Highlights

১৪ বছর ধরে এক সরকারী কর্মচারী মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। এরফলে‘শাস্তি’ হিসাবে তাঁকে ১৩ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি করও কাটল সরকারি সংস্থা।

শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। কথায় আছে "ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর"। তবে এবার পুরো ঘটনাটি যদি আপনি জানেন, তাহলে বলবেন "ধূমপান পেশার জন্য ক্ষতিকর"। অফিসে গিয়ে কাজের ফাঁকে ধূমপান করে ‘শাস্তি’ পেলেন এক ব্যক্তি। গত ১৪ বছর ধরে এক ব্যক্তি মোট সাড়ে ৪ হাজার বার ধূমপান করেছেন। আর তার জেরেই ‘শাস্তি’ হিসাবে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করল সরকারি সংস্থা। শুধু জরিমানাই নয়, তাঁর প্রাপ্ত বেতন থেকে করও কেটে নেওয়া হয়েছে।

শুনে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে জাপানের ওসাকায়। ‘দ্য স্ট্রেট টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওসাকায় একটি সরকারি অফিসে কাজের ফাঁকে ফাঁকে ধূমপান করতেন এক ব্যক্তি তাঁর দুই সঙ্গীকে নিয়ে, আর সেই খবর সেই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছয়। তখন অফিসের এইচআর ঐ তিন জনকে ডেকে বারংবার কড়া সতর্কতা জারি করা হয়, যে এর পরেও যদি তারা ধূমপান না ছাড়ে, তাহলে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু তার পরেও ওই তিন জন লুকিয়ে ধূমপান চালিয়ে যাচ্ছিলেন।

কিন্তু, তাদের কোনো ভ্রূক্ষেপ নেই। সেখানেও তাঁরা মিথ্যা কথা বলেন। কিন্তু এবার হাতেনাতে ধরা পড়তেই ‘শাস্তি’র ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। ডিরেক্টর পদমর্যাদার ওই কর্মীকে ‘লোকাল পাবলিক সার্ভিস অ্যাক্ট’-এ ‘কর্তব্যে নিষ্ঠার অভাব’-এর অভিযোগ এনে জরিমানা করা হয়েছে (Local Public Service Act)। তাঁর বেতন থেকে ১.৪৪ মিলিয়ন ইয়েন (১৪,৭০০ ডলার), যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বেতন কাটা হয়েছে। ছ’মাস বেতন থেকে কেটে নেওয়া হয়েছে ১০ শতাংশ করও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০০৮ সালে জাপানের ওসাকায় চালু হওয়া 'ধূমপান' সংক্রান্ত একটি আইনে বলা হয়েছে, সরকারি অফিস বা অফিস চত্বরে বা সরকারি কোনও সংস্থায় কোনও ভাবেই ধূমপান করা যাবে না।


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Alipurduar | গোপনাঙ্গ কেটে ঢুকিয়ে দেওয়া হয় মুখে! আলিপুরদুয়ারে উদ্ধার শিক্ষকের দেহ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই