আবহাওয়া

West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!

West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!
Key Highlights

বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট অনুযায়ী, নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে।

বুধবার সকাল থেকেই লাগাতার বর্ষণে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কালো মেঘে ঢেকেছে গোটা তিলোত্তমা ও দক্ষিণের আকাশ। বহু জায়গাতেই বুধবার রাতের পর ভারী বর্ষণ দেখা গিয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, বাংলার বহু জেলায় আজ, বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করেছে। যা ক্রমশ ওড়িশার উপর দিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এর কারণেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার। এছাড়াও দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, এদিন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে দিনভর থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। তবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপাতত, বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিলোনা। তবে এদিন দফায় দফায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই শহরে এদিন কিছুক্ষন পর পর বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিন শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সেভাবে গরম অনুভত হবে না।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্ত বর্ষণে ভিজছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। ইতিমধ্যেই বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের পাঁচটি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। জানা গিয়েছে, আগামীকাল পর্যন্ত এরকমই থাকবে উত্তরের আবহাওয়া। বৃষ্টির দাপট চলতে পারে সোমবার পর্যন্ত।

এদিকে, আইএমডি জানিয়ছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিমে ২০ তারিখ  থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহারে ২১ তারিখ থেকে ২৩সে সেপ্টেম্বর বর্ষণের সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২-২৪সেপ্টেম্বর আন্দামান ও নিকবরে বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জুলাই অগাস্ট মাসের বৃষ্টির ঘাটতি মেটাতে বর্ষার এখন এক্সট্রা টাইম চলছে। যার ফলে কার্যত শরতেও চলছে বৃষ্টির দাপট।


Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য