আন্তর্জাতিক

সিডনি বন্দরের এক প্রমোদ তরীতে ৮০০ জন করোনা আক্রান্ত যাত্রী, সতর্কতা বার্তা জারি করা হল অস্ট্রেলিয়ায়

সিডনি বন্দরের এক প্রমোদ তরীতে ৮০০ জন করোনা আক্রান্ত যাত্রী, সতর্কতা বার্তা জারি করা হল অস্ট্রেলিয়ায়
Key Highlights

ফের করোনার আতঙ্ক ছড়াচ্ছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে করোনা ভাইরাসে সন্ধান পাওয়া গিয়েছে ৮০০ জন যাত্রীর শরীরে।

আবারও থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে সেখানের এক বিলাসবহুল ক্রুজে করোনা আক্রান্ত হয়েছেন অনেকে। ক্রুজ জাহাজটিতে করোনা সংক্রমণ এড়াতে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। তারপরেও কীভাবে শতাধিক মানুষ সংক্রমিত হলেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অস্ট্রেলিয়ার ক্রুজে করোনা আক্রান্ত ৮০০ জন, শীতের মরসুমে নতুন করে সংক্রমণ বাড়তে পারে

অস্ট্রেলিয়ার ম্যাজিস্ট্রিক প্রিন্সেস ক্রুজ জাহাজটি দেশের মধ্যে সব থেকে জনবহুল শহর সিডনিতে নোঙর করে। সেখানেই করোনা পরীক্ষায় প্রায় ৮০০ জন যাত্রীর শরীরে সংক্রমণের হদিশ পাওয়া যায়। নিউ ওয়েলসের স্বাস্থ্য বিভাগের তরফে টায়ার ৩ সতর্কতা জারি করা হয়েছে। এই টায়ার ৩ সতর্কতা খুব দ্রুত গতিতে সংক্রমণকে নির্দেশ করে। এই ঘটনাটির সঙ্গে ২০২০ সালের রুবি প্রিন্সেস ক্রুজের সংক্রমণের তুলনা করা হয়েছে। রুবি প্রিন্সেস ক্রুজ জাহাজটিতে ২০২০ সালে ৯০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারমধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছিল।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল এক বিবৃতিতে জানিয়েছেন, রুবি প্রিন্সেস ক্রুজ জাহাজটির সংক্রমণের থেকে দেশ শিক্ষা নিয়েছে। আক্রান্তদের আইসোলেশনের ব্যবস্থা করা হবে। ক্রুজ থেকে আক্রান্তদের কীভাবে নামানো হবে, তাঁদের কোথায় আইসোলেশনে রাখা হবে, এই বিষয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের তরফে জানানো হয়েছে, ক্রুজে আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছিল। ক্রুজের চিকিৎসকরা তাঁদের চিকিৎসা করেছেন। ক্রুজের কর্মীরা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করেছেন। ক্রুজের তরফে জানানো হয়েছে, করোনা বিধি মেনে চলা হয়েছিল। তারপরেও এত সংক্রমণ আশ্চর্যজনক।

চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। অস্ট্রিলিয়ায় ওমিক্রমণের উপপ্রজাতি XBB-এর গোষ্ঠী সংক্রমণ হয়েছে। স্বাস্থ্য বিভাগের তরফে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার আহ্বান করা হয়েছে। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনা বিধি লাঘু করা হয়েছে একাধিক জায়গায়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে বিশ্বে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে বিশ্বে করোনা সংক্রমণ বাড়তে পারে। গত দুই বছরে ইউরোপের দেশগুলোতে করোনা সংক্রমণের অস্বাভাবিক বৃদ্ধি হয়। বিশেষজ্ঞরা করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্বে বর্তমানে ওমিক্রণের একাধিত উপপ্রজাতি ছড়িয়ে পড়েছে। ওমিক্রণের এই উপজাতিগুলোর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। তবে সংক্রমিতদের বেশিরভাগ মৃদু ও মাঝারি উপসর্গ দেখা দিয়েছে।



Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
West Bengal Weather | বর্ষার 'এক্সট্রা টাইম'! আগামী কয়েকদিন বর্ষণে ভিজবে গোটা বঙ্গ! গোটা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস!