লাইফস্টাইল

Snake Repellent Plants | বর্ষাকালে বাড়িতে সাপের আতঙ্ক? এই গাছগুলি লাগালেই ধারের কাছেই আসবে না সাপ!

Snake Repellent Plants | বর্ষাকালে বাড়িতে সাপের আতঙ্ক? এই গাছগুলি লাগালেই ধারের কাছেই আসবে না সাপ!
Key Highlights

বর্ষাকালে সাপের উপদ্রব বেশিই বাড়ে। তবে এমন কয়েকটি বিশেষ গাছ রয়েছে যা বাড়িতে লাগালে আর আসবে না সাপ। জেনে নিন সেই বিশেষ গাছগুলির সম্পর্কে।

বর্ষাকাল মানেই পোকামাকড়ের উপদ্রব। আর যদি বাড়ির কাছে জলাশয় বা জঙ্গল থাকে তাহলে সাপেরও ভয় থাকে। পুরোনো বাড়িগুলিতে এখনও বর্ষাকাল এলেও সাপের আতঙ্কে থাকতে হয় বাড়ির লোকজনদের। কার্বলিক অ্যাসিড (Carbolic Acid) ছড়ালেও অনেক সময়ই তা কাজ করে না। তবে চিন্তা নেই। খুব সহজ উপায়েই সাপের আতঙ্কের থেকে পেতে পারেন রক্ষা।

সাপ সাধারণত স্যাঁতসেঁতে অঞ্চলে, জলাভূমিতে, যেখানে বেশি গাছপালা রয়েছে সেখানে বাস করে। ফলে অনেক সময়ই বর্ষাকালে উষ্ণ পরিবেশের খোঁজে বাড়ির আশেপাশের জলাশয় বা গাছপালা থেকে বাড়ির ভেতরে ঢুকতে পারে এই ভয়াবহ জীব। যদিও সাপ বাড়িতে ঢোকা মানেই কিন্তু ক্ষতি করতে আসা নয়। অনেকক্ষেত্রেই সাপকে না তাতালে সে উল্টে কোনও ক্ষতি করে না। তবে অবশ্যই এই সরীসৃপকে দেখে ভয় পাওয়া খুবই স্বাভাবিক। এই সাপের আতঙ্ক দূর করতে অনেকেই অনেক রকম ব্যবস্থা নিয়ে থাকেন। তবে সব থেকে সহজ উপায় হলো বিশেষ কয়েকটি গাছ। হ্যাঁ! এমন কয়েকটি গাছ রয়েছে যা বাড়িতে রাখলেই আর আসবেনা সাপ। দেখে নিন কী সেই বিশেষ গাছ।

১. গাঁদা । Marigold :

অনেকেই বাড়ি সাজানোর জন্য গাঁদা ফুলের গাছ লাগান। তবে কেবল সৌন্দর্যের জন্যই নয়, সাপের উপদ্রব কমাতেও কার্যকর এই ফুলের গাছ। গাঁদা ফুলের শক্তিশালী গন্ধ আলফা-টারথিয়েনাইল (Alpha-Terthienyl) ছড়িয়ে দেয় যা একটি ফটোটক্সিন (Phototoxin)। এই ফটোটক্সিন সাপের একদমই পছন্দ নয়। যার ফলে যেখানে এই  গাছ লাগানো থাকে সেখানে সাপ চট করে প্রবেশ করে না। এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। এছাড়াও এই গ্গাছের মূল মাটির বেশ গভীরে যায় বলে  ফটোটক্সিনের তীক্ষ্ণ গন্ধ মাটিতেও থাকে। কেবল সাপই নয়, মশা-সহ নানারকম পোকামাকড় তাড়াতেও এই গাছ বেশ কার্যকর।

২. হলি । Holly : 

এই গাছের প্রসারিত, কাঁটাযুক্ত পাতাগুলি সাপ তাড়াতে সাহায্য করে। পাশাপাশি এই গাছের একটি শক্তিশালী ঘ্রাণ রয়েছে যা সাপের অপছন্দ। আপনি বছরের যে কোনো সময়ে এই গাছ রোপন করতে পারেন। এই গাছ লাগালে আশেপাশে সাপ সহজে প্রবেশ করতে পারবে না।

৩. সানসেভেরিয়া বা 'সাপের উদ্ভিদ' । Sansevieria or 'Snake Plant' :

বর্তমানে ইনডোর প্ল্যান্ট (Indoor Plant) হিসেবে ইন্টেরিওর ডিজাইনারদের (Interior Designers) পছন্দের মধ্যে অন্যতম হলো সানসেভেরিয়া গাছ। তবে ঘর সাজানোর জন্য তো অবশ্যই, সাপ-সহ একাধিক পোকামাকড় তাড়ানোর জন্যও এই গাছ খুব ভালো। সানসেভেরিয়া থেকে কোনও গন্ধ বের হয়না, বরং এর  তীক্ষ্ণ পাতা দূরে রাখে সাপকে। এই গাছগুলি উষ্ণ জলবায়ুতে ভালো বৃদ্ধি পায়। খুব কম যত্নেই ভালো বেড়ে ওঠে সানসেভেরিয়া।

৪. লেমনগ্রাস এবং সিট্রোনেলা । Lemongrass and Citronella :

লেমনগ্রাস একটি গ্রীষ্মমন্ডলীয়, ঘাসের মতো উদ্ভিদ। যা বাতাসে সাইট্রাস (Citrus) নিঃসরণ করে। এই সুবাস সাপের জন্য অপ্রতিরোধ্য। কেবল সাপই নয় প্রায় সবরকম কীটপতঙ্গই দূরে রাখে এই গাছ। আপনি চাইলে লেমনগ্রাস নির্যাস স্প্রে হিসেবে বাগানে, উঠোনে ছড়িয়ে দিতে পারেন। এতে আরও ভালো কাজ হবে। প্রকৃতপক্ষে, লেমনগ্রাস এবং সিট্রোনেলা হল ইঁদুর, মশা এবং অন্যান্য সাধারণ কীটপতঙ্গের জন্য সবচেয়ে কার্যকরী প্রতিরোধক।

৫. পেঁয়াজ এবং রসুন । Onion and Garlic :

আপনি কি জানেন পেঁয়াজ-রসুনের গন্ধও সাপকে দূরে রাখে? আমাদের সকলের বাড়ির নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ রসুনের উচ্চ পরিমাণ সালফোনিক অ্যাসিডের (Sulfonic Acid) গন্ধ সাপের একদমই পছন্দ নয়। চার থেকে পাঁচটি লবঙ্গের সঙ্গে পেঁয়াজ ও রসুন মিশিয়ে একটি স্প্রে বোতলে অল্প জল দিয়ে উঠোনের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। বাড়িতে রসুনের গন্ধে সাপ সহজে বাড়িতে ঢুকবে না।

৬. গোলাপী আগাপান্থাস । Pink Agapanthus :

এই সুন্দর গোলাপি ফুলের গাছ কিন্তু আসলে পেঁয়াজ পরিবারের সদস্য। আর এই সুন্দর ফুলের গন্ধেই দূর হয় সাপ। এই গাছের ফুল এবং পাতার ঘ্রাণ সাপকে তাড়াতে এবং তাদের দূরে রাখতে বেশ কার্যকর। বাড়ি সাজানোর পাশাপাশি সাপ দূরে রাখতে বেছে নিতে পারেন গোলাপী আগাপান্থাস।

৭. ওয়ার্মউড । Wormwood :

লম্বা ও কাঠের শিকড় যুক্ত এই গাছের সবুজ-রূপালি পাতা একটি শক্তিশালী ঘ্রাণ তৈরি করে। যার ফলে এই গাছ যেখানে থাকে তার আশেপাশে সহজে সাপ আসতে পারে না। আপনার বাড়িতে যেখানে ভালো সূর্যের আলো প্রবেশ করে সেখানে এই গাছ লাগান। তবে খেয়াল রাখবেনম এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে ফলে সময় মতো ছাটাই করা দরকার।

৮. ক্যাকটাস । Cactus :

হলির মতো, এই কাঁটাযুক্ত গাছগুলি সাপকে দূরে রাখে। সাধারণত বাড়ি সাজানোর জন্য অনেকে ক্যাকটাস গাছ রাখলেও, এই গাছ কিন্তু সাপকে তাড়ায়। যেহেতু সাপগুলি মাটির সঙ্গে লেগে থাকে তাই ক্যাকটাসের নিচ পর্যন্ত কাটার জন্য সাপ সহজে ধারের কাছে আসতে পারে না। সাপ তাড়ানোর জন্য সব থেকে ভালো ক্যাকটাস হলো গোলাকার ব্যারেল ক্যাকটাস (Echinocactus Grusonii)।

অন্যান্য ঋতুর থেকে বর্ষাকালে সাপের উপদ্রব একটু বেশিই বৃদ্ধি পায়। ফলে সাপ তাড়ানোর জন্য আপনার বাড়ির বারান্দা বা বাগান বা উঠোনে অথবা জানলাযা উপরোক্ত গাছগুলি লাগাতে পারেন। পাশাপাশি মাথায় রাখবেন, যাতে বাড়ির উঠোনে বা বারান্দায় কোনও খাবারের উৎস না থাকে, এমনকই জলও না থাকে। এছাড়াও বাড়ির গাছপালাগুলি নিয়মিত ছাটাই করা এবং বাড়ি পরিষ্কার রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
IPL 2024 | বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে ইডেনের মুম্বই-কলকাতার ম্যাচ! খেলা না হলে প্রথম দল হিসাবে প্লে-অফ পাকা করতে পারবে কেকেআর?
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla