Weather West Bengal | জুনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৭২ শতাংশ, ৬৪ শতাংশ অতিবৃষ্টি উত্তরে! কবে স্বস্তি মিলবে দক্ষিণে?
বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ ভিজছে বর্ষায়। এদিকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলেও এখনও সেভাবে দেখা নেই বৃষ্টির। বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি না হলেও, স্বস্তি যে খুব একটা মিলেছে, এমনটা নয়। তাহলে কবে মিলবে স্বস্তি?পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news) অনুযায়ী, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ ভিজছে বর্ষায়। এদিকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলেও এখনও সেভাবে দেখা নেই বৃষ্টির। দিনে বেশ অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় নতুন করে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি না হলেও, স্বস্তি যে খুব একটা মিলেছে, এমনটা নয়। তাহলে কবে মিলবে স্বস্তি? কবে ভিজবে দক্ষিণবঙ্গ? পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news) অনুযায়ী, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।
কলকাতার আবহাওয়া :
শহর কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশই থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতও। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (west bengal weather news) অনুযায়ী, মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকছে বর্ষণের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া। ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায়। এদিন মূলত বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিন বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা থাকলেও এখনই ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকতে পারে। এরপর আবার শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে চলতি মাসের শেষর দিকে এবং জুলাই মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উল্লেখ্য, উত্তরবঙ্গের পর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। তবে কয়েকটি জেলায় এখনও মৌসুমী বায়ুর প্রবেশ বাকি রয়েছে। সেক্ষেত্রে বুধ বা বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মৌসুমী বায়ু প্রবেশ করে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গে বর্ষা (monsoon in west bengal) প্রবেশ করবে আর কয়েকদিনের মধ্যেই।
উত্তরবঙ্গের আবহাওয়া :
আজ, মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙে লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একটি বা দুটি জায়গায় অত্যধিক ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমিতে ঝড় উঠতে পারে। বুধবার আবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কয়েকটি ভারী বৃষ্টি হবে
প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, জুনে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হয়েছে ৭২ শতাংশ। আর ৬৪ শতাংশ অতিবৃষ্টিতে কার্যত ভাসছে উত্তরবঙ্গ। তবে জুলাই মাসের বৃষ্টিতে এই ঘাটতি মিটে যাবে বলে আশা আলিপুর আবহাওয়া দফতরের। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে জোরালো দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিমী বায়ু ঢুকছে। সেটার প্রভাবেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সবজায়গায় মৌসুমী জলবায়ু প্রবেশ করেনি বলে সেভাবে দেখা মিলছে না বৃষ্টির। তবে দিন কয়েকের মধ্যেই গোটা পশ্চিমবঙ্গে বর্ষা (monsoon in west bengal) প্রবেশ করবে এবং বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বর্ষাকাল
- বৃষ্টিপাত