রাজ্য

Kanchenjunga Express | মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! মৃত অন্তত ৫! আহত বহু!

Kanchenjunga Express |  মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! মৃত অন্তত ৫! আহত বহু!
Key Highlights

ভয়াবহ দুর্ঘটনার শিকার শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছে ট্রেনের পেছনের দু’টি কামরা! সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঘণ্টা দেড়েক দূরে রাঙাপানি স্টেশনের কাছে লাইনচ্যুতহয় এই ট্রেন। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন অসংখ্য।

ভয়াবহ দুর্ঘটনার শিকার শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঘণ্টা দেড়েক দূরে রাঙাপানি স্টেশনের কাছে লাইনচ্যুতহয় এই ট্রেন। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন অসংখ্য। 

শিয়ালদহের দিকে যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর।  স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর দু’টি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দু’টি দুমড়ে-মুচড়ে গিয়েছে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে। তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়েরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল কি না, ওই লাইনে কেন মালগাড়ি চলে এল, সিগন্যালের কোনও সমস্যা হয়েছিল কি না, একাধিক প্রশ্ন উঠেছে। 

ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায় বলেন, ‘‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। পাঁচ জনের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ জন আহত। সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ী ভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। 

উল্লেখ্য, উত্তরবঙ্গে লাগাতার চলছে বৃষ্টি। ফলে উদ্ধারকাজ চালাতে বিপাকে পড়তে হচ্ছে। এক্স হ্যান্ডেলে এই রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনার জন্য শিয়ালদাতেও হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ০৩৩২৩৫০৮৭৯৪ এবং ০৩৩ ২৩৮৩৩৩২৬-এ ফোন করে সাহায্য যাওয়া যাবে। যে লাইনটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে তা কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের অন্যতম লাইন। ফলে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রয়েছে সাময়িকভাবে।


Weather WB | অতি গভীর নিম্নচাপের জেরে ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ কয়েক জেলায় ৩৫ কিমি বেগে উঠবে ঝড়
Bangladesh-US | একাধিক খাতে উন্নয়নের জন্য ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশকে ২০ কোটি ডলারের আর্থিক সাহায্য আমেরিকার
UPI | আজ থেকে ইউপিআইতে লেনদেন নিয়ে নয়া নিয়ম চালু, প্রদান করা যাবে ৫ লাখ টাকা পর্যন্ত কর
R G Kar | ‘ওসি একজন সন্দেহভাজন ‘, টালা থানার ওসিকে আদালতে পেশ করে মন্তব্য সিবিআইয়ের
Arvind Kejriwal । আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
R G Kar Case Live Update | ভিনিত গোয়েলের পদ বদলি হবে! আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সময় চাওয়া হয়েছে!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla