Kolkata International Book Fair | কলকাতা বই মেলার শুভ সূচনা! মাস জুড়ে আনন্দ বইপ্রেমীদের! বইমেলার জন্য মিলবে বাস-মেট্রোয় বিশেষ পরিষেবা!

Thursday, January 18 2024, 11:18 am
highlightKey Highlights

কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২২৪ চলবে ১৮ই জানুয়ারি থেকে ৩১সে জানুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় রয়েছে একাধিক বিশেষ আকর্ষণ। আম জনতার জন্য থাকছে বাস ও ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতার বিশেষ পরিষেবাও।


২০২৪ (2024) সালের শুরুতেই বইপ্রেমীদের জন্য এসে গেইল খুশির দিন। শুরু হলো কলকাতার বই মেলা (Book Fair)। ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা (Kolkata International Book Fair) শুরু হলো আজ,  ১৮ই জানুয়ারি, বৃহস্পতিবার থেকে। এ বছরেও সেন্ট্রাল পার্ক কলকাতা (Central Park Kolkata) প্রাঙ্গনে আয়োজিত হচ্ছে মেলা। ১৮ই জানুয়ারি থেকে ৩১ সে জানুয়ারি,২০২৪ (2024) পর্যন্ত এই মেলা চলবে বলে আগেই জানিয়েছে  পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২২৪ চলবে ১৮ই জানুয়ারি থেকে ৩১সে জানুয়ারি পর্যন্ত
কলকাতা আন্তর্জাতিক বই মেলা ২০২২৪ চলবে ১৮ই জানুয়ারি থেকে ৩১সে জানুয়ারি পর্যন্ত

সেন্ট্রাল পার্ক কলকাতা (Central Park Kolkata) প্রাঙ্গনে আয়োজিত ৪৭তম কলকাতা বুক ফেয়ার বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ স্টেট ব্যাঙ্ক অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন হয়। প্রতি দিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। উল্লেখ্য, এ বারের বইমেলার থিম 'ব্রিটেন'। উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স ইলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই এবং লেখক বাণী বসু। এছাড়াও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা এবং ব্রিটেনের একাধিক নামী লেখক, সাহিত্যিক বইমেলা উদ্বোধনের শোভা বাড়িয়ে তোলেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এবারের বই মেলায় রয়েছে একাধিক চমক। নিন কী কী চমক রয়েছে কলকাতা বইমেলা ২০২৪ এ-

Trending Updates
  •  ৪৭তম কলকাতা বই মেলা (Book Fair) এর থিমের দেশকে সামনে রেখে আগামী ১৯সে জানুয়ারি অর্থাৎ বইমেলার দ্বিতীয় দিনে ‘ব্রিটেন ডে’ পালিত হবে।
  • এরপর ২০ই জানুয়ারি বইমেলায় পালিত হবে ‘বাংলাদেশ দিবস’।
  • বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য উদ্‌যাপিত হবে ২১সে জানুয়ারি দিনটি। ওই দিনের নাম দেওয়া হয়েছে ‘শিশু দিবস’। শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে সে দিন।
  • এরপর আগামী ২৪সে জানুয়ারি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ দিন। বইমেলায় ওই দিন পালিত হবে ‘সিনিয়র সিটিজ়েন ডে’।
  • ৩১ সে জানুয়ারি বইমেলার শেষ দিন। ওই দিন রাত ৯টায় বইমেলার সমাপ্তি অনুষ্ঠান হবে। থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও।
কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে থাকবে প্রায় ৩২ টি স্টল
কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে থাকবে প্রায় ৩২ টি স্টল

প্রতি বছরের মতো বইমেলায় এবারের অন্যতম আকর্ষণের কেন্দ্র বাংলাদেশ প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নেও রয়েছে বিশেষ চমক। এর ভেতরে থাকবে প্রায় ৩২ টি স্টল। এছাড়াও সম্প্রতি ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা শিল্প বিশ্বের দরবারে ইউনিস্কোর স্বীকৃতি অর্জন করেছে। আর সেই ঢাকার রিক্সার শিল্প কলা এবার দেখা যাবে কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে। প্যাভিলিয়নের প্রবেশের দুধারে থাকছে দুটি ঢাকার রিক্সা। জানা গিয়েছে,মোট ২০ জন শ্রমিক মিলে এই রিক্সা চিত্র বাংলাদেশ প্যাভিলিয়ন গড়ে তুলছে। উদ্বোধনের তিনদিনের মাথায় রয়েছে বাংলাদেশ দিবস। এদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ দিবস পালিত হবে কলকাতার আন্তর্জাতিক বই মেলা প্রাঙ্গণে।

প্রসঙ্গত,কলকাতা আন্তর্জাতিক বই মেলা (Kolkata International Book Fair) থেকে ১৮টি গন্তব্যের জন্য ২০০টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। বইমেলা থেকে শিয়ালদহ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজি, টালিগঞ্জ মেট্রো, বারাসত, বালিহল্ট, বারুইপুর, ব্যারাকপুর, যাদবপুর, সাঁতরাগাছি, উল্টোডাঙা, রথতলা, বেলগাছিয়া এবং ডানকুনির বাস ছাড়বে। এই বছর সল্টলেকের করুণাময়ী এবং ময়ূখ ভবনের কাছে দু’টি বাসস্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত এই বাসস্ট্যান্ডগুলি থেকে পরিষেবা মিলবে।

বইমেলার জন্য মিলবে বাস ও ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতার বিশেষ পরিষেবা
বইমেলার জন্য মিলবে বাস ও ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতার বিশেষ পরিষেবা

এছাড়াও বই মেলার জন্য মেট্রো রুটেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ই জানুয়ারি থেকে বইমেলায় আগত আম জনতার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) রুটে চলবে বিশেষ মেট্রো, এমনকি বইমেলার জন্য রবিবারেও মিলবে পরিষেবা। জানা গিয়েছে,সোম থেকে শনিবার পর্যন্ত ১০৬টির পরিবর্তে ১২০টি মেট্রো চালানো হবে এই রুটে। ভোর ৬টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। সেক্ষেত্রে ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতা (East West Metro Kolkata) রুটে প্রথম পরিষেবা পাওয়া যাবে-শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভে- সকাল ৬টা ৫৫ মিনিটে ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা- সকাল ৭টায়। এই রুটে মেট্রোর শেষ পরিষেবা পাওয়া যাবে-শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ-রাত্রি ৯টা ৩৫ মিনিটে ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা- রাত্রি ৯টা ৪০ মিনিটে। অতিরিক্ত মেট্রো পরিষেবা ছাড়াও বই মেলার সময় রবিবারেও চলবে মেট্রে। সেক্ষেত্রে ২১ ও ২৮ তারিখ পূর্ব ও পশ্চিমমুখী ৪০টি করে মোট ৮০টি মেট্রো চলবে। রবিবারগুলিতে দপুর ১২টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত চলবে মেট্রো। তার মধ্যে দুপুর ২টো ৫৫ মিনিট থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এক্ষেত্রে রবিবারের প্রথম পরিষেবা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য মেট্রো পাওয়া যাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য মেট্রো পাওয়া যাবে দুপুর ১টায় এবং রবিবার শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩৫ মিনিটে ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার জন্য শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪০ মিনিটে। অর্থাৎ বাস, মেট্রোর অতিরিক্ত পরিষেবা ৪৭তম কলকাতা বইমেলায় আগত ব্যক্তিদের যাতায়াতে বেশ সুবিধা করে দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File