Rajasthan | রাজস্থানে খোঁজ মিললো ৪,৫০০ বছরের প্রাচীন সভ্যতার! মিলেছে সরস্বতীর অববাহিকার নিদর্শন
Saturday, June 28 2025, 2:31 pm
 Key Highlights
Key Highlightsগত প্রায় আড়াই বছর ধরে রাজস্থানের দীগ জেলার বাহাজ গ্রামে খননকার্য চালানো হচ্ছিল। তাতে প্রায় আটশোর বেশি ভূতাত্বিক নির্দশন মিলেছে বলে দাবি পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের।
গত আড়াই বছর ধরে রাজস্থানের দীগ জেলার বাহাজ গ্রামে খননকার্যে আটশোর বেশি নিদর্শন মিলেছে, জানালো আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। ASIএর খনন প্রধান পবন সরস্বত জানিয়েছেন, এই অঞ্চলে প্রায় ২৩ মিটার গভীর একটি নদীর খাতের সন্ধান মিলেছে যার সঙ্গে ঋগ্বেদে উল্লিখিত সরস্বতী নদীর যোগ থাকার সম্ভাবনা রয়েছে। এটা প্রমাণ করে সরস্বতী উপত্যকা, ব্রজ ও মথুরা অঞ্চলের মধ্যে একটা সংযোগ ছিল। এই খননে প্রাচীন মৃৎপাত্র, ব্রাহ্মী লিপির আদিম সিলমোহর, তাম্র মুদ্রা, যজ্ঞ কুণ্ড সহ উদ্ধার হয়েছে ৮০০র বেশি প্রত্নসম্পদ।
-  Related topics - 
- দেশ
- এএসআই
- পুরাতত্ত্ব
- রাজস্থান

 
 