বিনোদন

Kolkata International Film Festival | ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই রয়েছে বড় চমক!

Kolkata International Film Festival | ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই রয়েছে বড় চমক!
Key Highlights

৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন সালমান খান, অনিল কপূর-সহ আরও। মুখ্যমন্ত্রীর ভাবনায় 'থিম সং' গাইলেন অরিজিৎ।

সিনেমা প্রেমীদের জন্য আছে খুশির দিন! বুধবার রবীন্দ্র সদন (Rabindra Sadan) এ সাংবাদিক বৈঠক করে ২৯তম কিফ (29th KIFF) বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) সূচনার দিনক্ষণ ঘোষণা হলো। আগামী ৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। তবে এবারের কিফ-এ রয়েছে একাধিক চমক। উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সলমন খান, অনিল কপূর, কমল হাসনের মতো বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের।

২৯সে নভেম্বর, বুধবার রবীন্দ্র সদন (Rabindra Sadan) এ সাংবাবিক বৈঠক করেন উৎসব কর্তৃপক্ষ। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেআইএফএফ-এর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রলীন রায়। এ ছাড়াও মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, অরিন্দম শীলের মতো চিত্র পরিচালক এবং টলিউডের কলাকুশলীরা। এ দিন কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival) লোগোর উন্মোচন করা হয়। পাশাপাশি জানানো হয়  ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু  হবে ৫ই ডিসেম্বর থেকে।  

কী কী চমক থাকছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ?

৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) এর  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সলমন খান, অনিল কপূর, কমল হাসন, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা এবং মহেশ ভট্টের মতো তাবড় তাবড় বলিউড অভিনেতা এবং পরিচালকদের। থাকার কথা রয়েছে  সৌরভ গঙ্গোপাধ্যাযয়েরও। চলচ্চিত্র উৎসবের আয়োজকরা জানিয়েছেন, নেতাজী ইন্দোর স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসবে তাঁর চর্চিত ছবি ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

উল্লেখ্য, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘থিম সং’ এও রয়েছে বিশেষ চমক। এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাবনায় চলচ্চিত্র উৎসবের ‘থিম সং’ গেয়েছেন অরিজিৎ সিংহ। প্রথমবার কোনও উৎসবের থিম সং গাইলেন অরিজিৎ, ফলে স্বাভাবিকভাবেই চলচ্চিত্র উৎসব নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। এ বছর উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। ‘স্পেশ্যাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া।  উৎসবের মঞ্চে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে কিংবদন্তী শিল্পী মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ আরও ৪ ব্যক্তিত্বের ছবি দেখানো হবে। ৯ই ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ‘ইন সার্চ অফ আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দু’টি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শন শালায় দেব আনন্দকে নিয়ে এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দু’টি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival) এ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়ার চল আগের থেকেই ছিল। কিন্তু সেখানে ‘ব্রাত্য’ ছিল বাংলা ছবি। এই প্রথম উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে দেওয়া হবে পুরস্কার। সঙ্গে থাকছে সাড়ে সাত লক্ষ টাকার পুরস্কারমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং জুন মালিয়া করে আসছেন উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা। তবে এবার পরমব্রত সেই দায়িত্ব থেকে নাকি সরে দাঁড়িয়েছেন বলে খবর। আর সেই জায়গায় সঞ্চালনার দায়ভার সামলাবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।  


Aman Jaiswal | বাইক দুর্ঘটনা কাড়লো তাজা প্রাণ, বছর ২২শেই মৃত্যু হলো জনপ্রিয় অভিনেতা অমন জয়সওয়ালের
IIT Baba | অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার-ডিজাইনে মাস্টার্স-ফটোগ্রাফার! বিলাসবহুল ভবিষ্যৎ ছেড়ে মহাদেবের চরণে 'IIT বাবা'
Laurene Jobs in Mahakumbh | মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান সারবেন স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল! তাঁর আগে পেলেন হিন্দু নামও
Schoolgirls forced to remove shirt । ৮০ জন ছাত্রীকে শার্ট খোলালেন প্রিন্সিপাল, শুধু ব্লেজার পরেই ফিরতে হলো বাড়ি
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
মকর সংক্রান্তির মর্মকথা | The essence of Makara/Makar Sankranti
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo