Drinking Water | ৩৩ বছরে সবচেয়ে শুষ্ক বছর ২০২৩, কমছে রিভার ডিসচার্জ! মহামারীর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা
Tuesday, November 12 2024, 5:25 am

২০২৩ সালটা গত ৩৩ বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন নদ নদীর ক্ষেত্রে সবচেয়ে শুখা গিয়েছে।
২০২৩ সালটা গত ৩৩ বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন নদ নদীর ক্ষেত্রে সবচেয়ে শুখা গিয়েছে। ‘ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজ়েশন’ এর প্রকাশিত ‘দ্য স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্সেস’ নামের রিপোর্টে বলা হয়েছে, ১৯৯১ থেকে ২০২০ পর্যন্ত নদীগুলির গড় স্বাভাবিক জলের মাত্রা বা রিভার ডিসচার্জের তুলনায় ২০২৩ সালে এই মাত্রা বিশ্বে অন্তত ৪৫ শতাংশ কম। ভূগর্ভস্থ জলের পরিমাণের দিক থেকেও উদ্বেগ বাড়িয়েছে এই রিপোর্ট। এই কারণে জলস্তর কমে যাওয়া, জলদূষণ এবং মহামারীর আশঙ্কা তৈরী হচ্ছে।
- Related topics -
- অন্যান্য
- পরিবেশ রক্ষা
- পরিবেশ সুরক্ষা
- পরিবেশ
- পরিবেশ দূষণ