আন্তর্জাতিক

বিশ্বে প্রথমবার বার্ড ফ্লুর H3N8 স্ট্রেন মিলল মানবদেহে

বিশ্বে প্রথমবার বার্ড ফ্লুর H3N8 স্ট্রেন মিলল মানবদেহে
Key Highlights

২০০২ সালের পর ২০২২ সালে ফের দেখা দিল বার্ড ফ্লুর (Bird Flu) H3N8 স্ট্রেন।

চিনের (China) ইউহান থেকেই ছড়িয়েছিল মারণ ভাইরাস কোভিড-১৯। প্রায় দু-বছরেরও বেশি সময় ধরে যে ভাইরাসের আতঙ্ক থেকে গোটা বিশ্ববাসী এখনও মুক্তি পাননি। এর মধ্যেই সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ফের চিনেই প্রথমবার বার্ড ফ্লুর (Bird Flu) H3N8 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে। আক্রান্ত এক চার বছরের শিশু। সংবাদ সংস্থা এএফপি সূত্রে একথা জানা যাচ্ছে।

বার্ড ফ্লুর এই স্ট্রেন অবশ্য নতুন নয়। ২০০২ সালে H3N8 স্ট্রেনের সন্ধান মিলেছিল উত্তর আমেরিকায়। সাধারণত ঘোড়া, কুকুর ও শিলমাছের শরীরে এটি দেখা যায়। এছাড়া মুরগি ও হাঁসেরাও আক্রান্ত হয়। কিন্তু এতদিন কোনও মানুষের শরীরে এর দেখা মেলেনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই নয়া স্ট্রেন থেকে কি সংক্রমণ ছড়াতে পারে? এব্যাপারে অবশ্য আশ্বস্ত করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ভাইরাস বহু মানুষকে সংক্রমিত করবে এমন সম্ভাবনা নেহাতই কম।

চলতি মাসের শুরুতে জ্বর ও অন্যান্য শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিয়েছিল চার বছরের শিশুটির মধ্যে। এরপরই তাদের হাসপাতালে ভরতি করা হয়। কীভাবে আক্রান্ত হল শিশুটি? সেটা নিশ্চিত ভাবে জানা না গেলেও ওই শিশুর পরিবারে পোষা মুরগি রয়েছে এবং ওই এলাকায় বহু বুনো হাঁসও রয়েছে। তাদের কারও থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শিশুটি আক্রান্ত হলেও তার সংস্পর্শে আসা কেউই আক্রান্ত হয়নি বলে পরীক্ষা করে দেখা গিয়েছে।

তবুও এই পরিস্থিতিতে বিষয়টিকে হালকা করে নিতে রাজি নন গবেষকরা। ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে কোনও অসুস্থ কিংবা মৃত পাখির থেকে যেন দূরে থাকেন এলাকার বাসিন্দারা। অন্যথায় আরও কেউ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। তবে যেহেতু মানুষের শরীরে আগে কখনও এই ভাইরাসের স্ট্রেন দেখা যায়নি, তাই বহু মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কাকে উড়িয়েই দিচ্ছেন বিশেষজ্ঞরা।


Narendra Modi | ছাব্বিশের নির্বাচনই পাখির চোখ, চতুর্থবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী
Arunachal Pradesh | অরুণাচলের সরকারি স্কুলে লাগলো আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, আহত ৩
Sourav Ganguly | নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে কোচ হিসেবে যোগ দিলেন তিনি
Kolkata Metro | ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা, সুবিধা ভোগ করবেন দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরামগামী নিত্যযাত্রীরা
Weather Update | রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Online Gaming Law | সংসদে পাশ অনলাইন ‘অনলাইন গেমিং বিল, ২০২৫’, বিপাকে Dream11, MPL, Zupee-রা
Yoga | জাতীয় যোগা প্রতিযোগিতায় বাংলার সাফল্য, সোনা, ব্রোঞ্জ-সহ এলো একাধিক পদক!