শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বস্তির বার্তা, পশ্চিমবঙ্গে ১৫০০০ শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

শীঘ্রই রাজ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

পুজোর আগেই পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আইনি জটিলতার কারণে সেই মুহুর্তে তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকেই রয়েছে। ফের এক্ষেত্রে আশার আলো জাগালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে তাঁকে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। সেই প্রশ্নের উত্তরেই শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে।

একের পর এক মামলার জেরে থমকে রয়েছে শিক্ষক নিয়োগ

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে শাসকদল তৃণমূলের কার্যত নাজেহাল অবস্থা। কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা জারি করা হচ্ছে। এমনকি একটি মামলার ক্ষেত্রে সম্প্রতি এসএসসি চেয়ারম্যানকে কলকাতা হাইকোর্টে পর্যন্ত হাজিরা দিতে হয়। সব মিলিয়ে একাধিক জটিলতা থাকায় থমকে গিয়েছে নিয়োগ। 

হাইকোর্টে একাধিক মামলার জেরে থমকে রয়েছে নিয়োগ
হাইকোর্টে একাধিক মামলার জেরে থমকে রয়েছে নিয়োগ




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File