স্বাস্থ্য

108 Ambulance Service | সব রকম আপৎকালীন পরিস্থিতিতে এবার এই রাজ্যেও ছুটে আসবে ডায়াল ১০৮ অ্যাম্বুল্যান্স!

108 Ambulance Service | সব রকম আপৎকালীন পরিস্থিতিতে এবার এই রাজ্যেও ছুটে আসবে ডায়াল ১০৮ অ্যাম্বুল্যান্স!
Key Highlights

দেশের একাধিক রাজ্যের পর পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স পরিষেবা। ঘূর্ণিঝড় 'বিপর্যয়'র সময়েই হাজারও জীবন বাঁচিয়েছে এই অ্যাম্বুল্যান্স সার্ভিস।

হার্ট অ্যাটাক হোক কিংবা স্ট্রোক অথবা সাপে কামড়ালে, এক ডায়ালেই ছুটে আসবে ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স পরিষেবা (Emergency Ambulance Service)। দেশের একাধিক রাজ্যের পর এবার বাংলাতেও চালু হতে চলেছে 'ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস’ (Dial 108 Emergency Ambulance Service)। সূত্রের খবর, ইতিমধ্যেই এই পরিষেবার জন্য বেসরকারি সংস্থা বাছাই করে তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ শুরু করার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। ডাকা হয়েছে টেন্ডার।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অধিকাংশ জায়গায় যে বেসরকারি সংস্থা ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদান করে তাদের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই রাজ্যেও বিশেষ এই পরিষেবা চালু করার জন্য আর্জি জানানো হয়। গতবছরই এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, বর্তমানে স্বাস্থ্য ভবনে চলছে এই নিয়েই দরপত্র নিয়ে কাটাছেঁড়া। স্বাস্থ্য কর্তাদের আশা, সাপে কাটা থেকে শুরু করে হার্ট অ্যাটাক (Heart Attack) বা স্ট্রোকের (Stroke) মতো আপৎকালীন পরিস্থিতি ছাড়াও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে বহু প্রাণ বাঁচবে য়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স পরিষেবা ।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৫ই আগস্ট গোটা দেশের মধ্যে এই পরিষেবা প্রথম চালু হয় অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অম্বুমণি রামাদোসের (Union Health Minister Anbumani Ramadoss) উদ্যোগে ২০০৭ সাল নাগাদ মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও তার পর একের পর এক রাজ্যে ডায়াল ১০৮ পরিষেবা চালু হয়। বর্তমানে দেশের অন্তত ২০টি রাজ্যে পিপিপি মডেলে পাওয়া যায় এই পরিষেবা। যার মধ্যে রয়েছে গুজরাট (Gujarat), অসম (Assam), ছত্তিসগড় (Chhattisgarh), গোয়া (Goa), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), ঝাড়খণ্ড (Jharkhand), কর্ণাটক (Karnataka), কেরল (Kerala), মহারাষ্ট্র (Maharashtra), মেঘালয় (Meghalaya), ওডিশা (Odisha), পঞ্জাব (Punjab), রাজস্থান (Rajasthan), সিকিম (Sikkim), তামিলনাড়ু (Tamil Nadu), তেলঙ্গানা (Telangana), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও উত্তরাখণ্ডের (Uttarakhand) মতো রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা (Dadra), নগর হাভেলি (Nagar Haveli) এবং দমন (Daman), দিউ (Diu)।

সাপ কামড়ানো থেকে শুরু করে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো বিপদকালীন সময়ে এক ডায়ালেই ছুটে আসে এই বিশেষ অ্যাম্বুল্যান্স। একাধিক রাজ্যেই বহু বছর ধরেই অতুলনীয় পরিষেবা প্রদান করে আসছে এই অ্যাম্বুল্যান্স সংস্থা। টোবে  সম্প্রতি ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (Cyclone Biporjoy) এর সময়ে তাদের উদ্ধারকাজ জিতে নিয়েছে হাজারো মানুষের ভরসা, সাধারণ মানুষের কাছে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা হয়ে উঠেছে ভগবানের মতো। কারণ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ যখন  গুজরাট উপকূলে তার ধ্বংসলীলা চালাচ্ছিল, তখন ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস সেখান থেকে  হাজারও দুর্গতের প্রাণ বাঁচায়। এছাড়াও একই পরিষেবার দৌলতে তামিলনাড়ুতে চলতি বছর অন্তত ২০০ শিশু ভূমিষ্ঠ হয় এই অ্যাম্বুল্যান্সে। সরকারি হিসেব অনুযায়ী, এই কয়েক বছরে দেশ জুড়ে প্রায় ১৫ লক্ষ প্রাণ বাঁচিয়েছে ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস। ফলে বাংলাতেও এই পরিষেবা চালু হলে সাধারণ বেশ উপকৃত হবেন বলে আশা।

ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস বেসরকারি সংস্থার কর্ণধার জিভি রামানা রাও (Dial 108 Emergency Ambulance Service Private Organization Leader GV Ramana Rao) পশ্চিমবঙ্গে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হওয়ার প্রসঙ্গে বলেন, আশা করা যায় পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা আগামী ৩-৬ মাসের মধ্যে চালু হয়ে যাবে।

পশ্চিমবঙ্গে এই ব্যবস্থা যে নেওয়া হচ্ছে, সেটা স্বাগত। আশা করি, আগামী ৩-৬ মাসের মধ্যে প্রকল্প কার্যকর করা যাবে।

ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস সংস্থার কর্ণধার জিভি রামানা রাও

স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন, এই পরিষেবা চালু করার জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের প্রায় ৩৩ কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। তবে এই পরিষেবার ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতেই। এই প্রসঙ্গে ইমার্জেন্সি মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক অনীশ বন্দ্যোপাধ্যায় ও তমরীশ কোলে জানান, পশ্চিমবঙ্গে এই পরিষেবা চালু হলে তা নানান আপৎকালীন ও দুর্যোগের সময়ে সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। যদিও তাদের পরামর্শ, এই পরিষেবা চালুর আগেই চিকিৎসক ও নার্স-সহ বেশ কয়েক জন স্বাস্থ্যকর্মীর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে প্রশিক্ষণ প্রয়োজন। কারণ রোগী পরিবহণের চেয়েও হাসপাতালে পৌঁছনোর আগে আপৎকালীন চিকিৎসার ওপর জোর দেওয়া বেশি জরুরি। ফলে এই বিষয় মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন।

জানা গিয়েছে, রাজ্যে এই পরিষেবা চালু হলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ক্ষেত্রে রক্তবাহিকায় জমে থাকা রুট গলানোর ইঞ্জেকশন থেকে শুরু করে সাপে কাটার অ্যান্টি স্নেক ভেনম সিরাম (Anti Snake Venom Serum) কিংবা স্যালাইন (Slaine), অক্সিজেন (Oxygen), ক্যাথিটার (Catheter) সব রকমই ব্যবস্থা করা হবে এই অ্যাম্বুল্যান্সে। ফলে আশা করা যায়, পরবর্তীকালে অসংখ্য প্রাণ আগামী দিনে বাঁচাবে এই ডায়াল ১০৮ ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস।


HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla