Zubeen Garg Death Case | ‘জুবিনদাকে বিষ খাইয়েছে ওঁর ম্যানেজার’! জেরায় বিস্ফোরক দাবি ড্রামার শেখরজ্যোতির
Saturday, October 4 2025, 11:37 am
Key Highlightsউঠে এল ষড়যন্ত্রের তত্ত্ব। বিষ দেওয়া হয়েছিল জুবিনকে! এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁরই ব্যান্ডের অন্যতম সদস্য শেখরজ্যোতি গোস্বামী।
১৯ সেপ্টেম্বর, শুক্রবার ভরদুপুরে জলে ডুবে মৃত্যু হয় গায়ক জুবিন গর্গের। অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট্ গঠন করে শুরু হয় তদন্ত। এবার বিস্ফোরক দাবি করলো জুবিন গর্গের ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি। জেরায় সে জানিয়েছে “জুবিন গর্গ সাঁতার জানত। তাই জলে ডুবে মৃত্যু হওয়া অসম্ভব…!” তাঁর দাবি মৃত্যুর দিন ম্যানেজার সিদ্ধার্থ একপ্রকার জোর করেই বোটের গতিবিধি নিজের কন্ট্রোলে রেখেছিল। এমনকী বোটচালককেও সরিয়ে দেয় বোট থেকে। যখন গর্গের মুখ ও নাকে ফেনা দেখা যাচ্ছিল শর্মা সেটিকে 'অ্যাসিড রিফ্লাক্স' হিসেবে উড়িয়ে দিয়েছিল সে।
- Related topics -
- বিনোদন
- জুবিন গর্গ
- গায়ক
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- আসাম
- তদন্ত কমিশন
- তদন্ত

