দেশ

Mizoram Assembly Election 2023 | জেডপিএম-র দখলে মিজোরাম! মুখ্যমন্ত্রী হতে চলেছেন ইন্দিরা গান্ধীর প্রাক্তন দেহরক্ষী!

Mizoram Assembly Election 2023 | জেডপিএম-র দখলে মিজোরাম! মুখ্যমন্ত্রী হতে চলেছেন ইন্দিরা গান্ধীর প্রাক্তন দেহরক্ষী!
Key Highlights

মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। ৩৭.৮৬ শতাংশ ভোট পেয়ে মিজোরাম দখল করলো জেডপিএম। মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধীর প্রাক্তন দেহরক্ষী লালডুহোমা।

৪ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Election 2023) এর ফলাফল প্রকাশ হয়েছে আগের দিন, ৩রা ডিসেম্বর। বাকি ছিল মিজোরামের ফলাফল। এদিন, সপ্তাহ শুরুতে ৪ঠা ডিসেম্বরের দিন প্রকাশ হলো মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফলও। এই রাজ্য দখল করল জোরাম পিপলস মুভমেন্ট (Zoram People's Movement) বা জেডপিএম (ZPM)। পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন লালডুহোমা (Lalduhawma)। রাজ্যে জেডপিএম-এর ভোটের হার ছিল ৩৭.৮৬ শতাংশ। এদিকে এমএনএফ পেয়েছে ৩৫.১০ শতাংশ।

২৭ আসনে জিতে মিজোরাম দখল জেডপিএম (ZPM) বা জোরাম পিপলস মুভমেন্টের। আর বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার দল এমএনএফ-এর ঝুলিতে গিয়েছে ১০টি আসন। বিজেপি জিতেছে ২টি আসনে। গতবার গেরুয়া শিবির মিজোরামের ১টি আসনে জিতেছিল। আর কংগ্রেস এবারে পেয়েছে মাত্র ১টি আসন। গতবার সেই আসন সংখ্যা ছিল ৫। উল্লেখ্য, ২০১৮ সালেই মিজ়োরামে দু’দশকের দ্বিমেরু রাজনীতির প্রথা ভেঙে দিয়েছিলেন লালডুহোমা (Lalduhawma)। কংগ্রেসকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দখল করেছিলেন বিরোধী দলনেতার পদ। জ়েডপিএম (ZPM) নেতা লালডুহোমা এ বারের বিধানসভা ভোটে শাসক মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-কে পর্যুদস্ত করে মিজ়োরামের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সোমবার সকালেই গণনার প্রবণতায় ইঙ্গিত মিলেছিল। দুপুর গড়াতেই স্পষ্ট হল, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আইজলের কুর্সিতে বসতে চলেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (late Prime Minister Indira Gandhi) দেহরক্ষী বাহিনীর প্রাক্তন প্রধান লালডুহোমা।

আশির দশকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব পেয়েছিলেন আইপিএস অফিসার লালডুহোমা। ১৯৮২ সালে অসম থেকে দিল্লি নিয়ে গিয়ে সোজা ইন্দিরার নিরাপত্তা অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ইন্দিরা জানতে পেরেছিলেন, ১৯৭৭ সালে আইপিএস হওয়ার আগে রাজ্য প্রশাসনিক সার্ভিসের অফিসার হিসাবে মিজ়োরামের প্রথম মুখ্যমন্ত্রী সি ছুংগার সহায়ক ছিলেন তিনি। লালডুহোমারের রাজনৈতিক জ্ঞান দেখে ইন্দিরা গান্ধী নিজেই ১৯৮৪ সালে ফের তাঁকে মিজ়োরামে পাঠান। এরপর পুলিশের চাকরিতে ইস্তফা দিয়ে লোকসভার সাংসদ হন লালডুহোমা। দায়িত্ব পান প্রদেশ কংগ্রেস সভাপতিরও। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালথানহাওলার সঙ্গে সংঘাতের জেরে কংগ্রেস ছেড়ে প্রথমে মিজ়ো ন্যাশনাল ইউনিয়ন গড়েন লালডুহোমা। পরে যোগ দেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী টি সাইলোর নেতৃত্বাধীন পিপলস কনফারেন্সে। পরের গন্তব্য ছিল লালডেঙ্গার দল এমএনএফ। লালডেঙ্গার মৃত্যুর পরে তাঁর উত্তরসূরি জোরামথাঙ্গার সঙ্গে বিরোধের জেরে লালডুহোমা তৈরি করেছিলেন জ়োরাম ন্যাশনালিস্ট পার্টি বা জ়েডএনপি (ZNP)। ২০০৩ এবং ২০০৮ সালে বিধায়ক হয়েছিলেন তিনি।

এরপর ২০১৮ সালের বিধানসভা ভোটের আগে জ়েডএনপি এবং আরও কয়েকটি আঞ্চলিক দলকে নিয়ে জ়েডপিএম (ZPM) গড়েছিলেন লালডুহোমার। সদ্যগঠিত সেই দল জিতেছিল আটটি আসনে। এক দশক ক্ষমতায় থাকা কংগ্রেসকে তিন নম্বরে ঠেলে হয়েছিল প্রধান বিরোধী শক্তি। অবশ্য নির্বাচন কমিশনের তরফে ‘দল’ হিসাবে তখনও স্বীকৃতি না পাওয়ায় জেডপিএম প্রার্থীরা ‘নির্দল প্রার্থী’ হয়ে লড়েছিলেন। এর পর আনুষ্ঠানিক ভাবে ‘রাজনৈতিক দল’ হিসাবে আত্মপ্রকাশ করে জ়েডপিএম, তার সভাপতি হন লালডুহোমা। নয়া দলের পদ নেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ হারালেও উপনির্বাচনে ফের সেরচিপে জয়ী হন। এ বারও সেই কেন্দ্রেই জিতেছেন তিনি। চলতি বছরের গোড়ায় মিজ়োরামের দ্বিতীয় বৃহত্তম পুরসভা লুংলেইয়ের ভোটে ১১টি আসনের সব ক’টিতেই জয়ী হয়েছেন জ়েডপিএম প্রার্থীরা।

জেডপিএম সূত্রে জানা গিয়েছে, এবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন লালডুহোমা। লালডুহোমা জিতেছেন ২৯৮২ ভোটে। জানা গিয়েছে, মঙ্গলবার নতুন মন্ত্রী সভা গঠন করার জন্য দাবি জানাবে জেডপিএম। আগামী কালই দলের নির্বাচিত বিধায়ক নিয়ে বৈঠক করার পরেই সরকার গঠন করার জন্য দাবি জানাবে তাঁরা। তবে, একই দিনে মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা শপথ নেবেন না। প্রথমে শপথ নেবেন মুখ্যমন্ত্রী। লালডুহোমা জানান, সেখানে কৃষি ক্ষেত্রের উন্নয়নে নজর দেবেন তাঁরা। তাঁদের ইস্তাহারে কৃষি এবং কৃষকদের উন্নতি করা হবে বলে জানানো হয়েছিল। এরই সঙ্গে সেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানো হবে বলেও জানান তিনি। জেডপিএম-র নেতারা জানান তারা ইস্তাহারে যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিলেন সেগুলি পূরণ করা হবে।

প্রসঙ্গত, রাজস্থান , মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। যার মধ্যে রাজস্থানের বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023), তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) সহ  মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনের ফলাফল ৩রা ডিসেম্বর প্রকাশ হয়। রাজস্থানের বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023), মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিপুল ভোট পেয়ে জয়ী হয় গেরুয়া শিবির তথা বিজেপি। অন্যদিকে কেবল তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) এ জয় লাভ করে কংগ্রেস। এবার মিজোরামের নির্বাচনের ফলাফল প্রকাশের পর ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার সঙ্গে উত্তর পূর্বের মিজোরামেও পালাবদল হল।


IPL 2024 | আইপিএল লিগ পর্বের প্রায় শেষে প্লে-অফের লড়াইয়ে টিকে ৬টি দল! স্থান পাকা করতে কোন দলকে কোন সমীকরণে খেলতে হবে?
Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
World Asthma Day | অ্যাজমা বা হাঁপানি হলে কি সারাজীবন নিয়ে যেতে হবে ইনহেলার? সুস্থ্য থাকতে কী কী করবেন? জানুন হাঁপানি রোগ সম্পর্কে খুঁটিনাটি!
S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla