Justbir Singh | পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার জ্যোতি ঘনিষ্ঠ ইউটিউবার জসবীর সিং!
Wednesday, June 4 2025, 8:19 am
Key Highlightsপাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার জসবীর সিং! ‘জান মহল’ নামে ইউটিউব চ্যানেল চালাতেন তিনি।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। এবার একই অভিযোগে গ্রেফতার আরও এক ইউটিউবার জসবীর সিং! ‘জান মহল’ নামে ইউটিউব চ্যানেল চালাতেন তিনি। পাঞ্জাবের রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা ইউটিউবার জসবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এরকম একাধিক ভারতীয় নাগরিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই নেটওয়ার্কে রয়েছেন জ্যোতি মালহোত্রাও। এছাড়াও, পাকিস্তানি নাগরিক ও বহিষ্কৃত পাক হাই কমিশনের আধিকারিকের সঙ্গে আলাপচারণাও করেছিলেন জসবীর।

