দীর্ঘক্ষণ বন্ধ ইউটিউব? কিন্তু কেন? সমস্যায় নেটিজেনরা!

Wednesday, April 13 2022, 7:09 am
highlightKey Highlights

বড়সড় সমস্যার মুখে Youtube ব্যবহারকারীরা। একাধিক এরর (Eror) তাঁদের কম্পিউটার এবং মোবাইল অ্যাপ স্ক্রিনে ফুটে ওঠে।


ইউটিউব সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ স্তব্ধ থাকার পর ফের নিজের ছন্দে ফিরে এসেছে অনলাইন ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম Youtube। যে সমস্যার জন্য জনগণকে দীর্ঘক্ষণ সমস্যার মুখে পড়তে হয়েছিল তা সমাধান করা হয়েছে।

১২ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত থেকে বড়সড় সমস্যার মুখে পড়েন ইউটিউব ব্যবহারকারীরা। Downdectector-এর তরফে এবিষয়ে জানানো হয়েছে, প্রায় ১০ হাজার ইউটিউব ব্যবহারকারী ভিডিয়ো স্ট্রিমিংয়ের সময় সমস্যায় পড়েন। একাধিক এরর (Error) তাঁদের কম্পিউটার এবং মোবাইল অ্যাপ স্ক্রিনে ফুটে ওঠে।

কী কী সমস্যা তৈরি হয়েছিল | What problems created?

  • প্রচুর ব্যবহারকারী নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারেননি।
  • অ্যাকাউন্ট সুইচের সময়েও সমস্যা তৈরি হয়েছিল।
  • Youtube TV-র ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছিল।

Youtube সার্ভিসের বেশ কিছু ফিচার ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এবিষয়ে গোটা বিশ্ব থেকে আমাদের কাছে অনেক রিপোর্ট জমা পড়েছে। আমরা পুরো বিষয়টি জানি। এবং অতিদ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এই ঘটনার পরেই ইউটিউব কর্তৃপক্ষ তাদের সমস্যার কথা জানিয়ে টুইট করেছেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File